Rain: তীব্র দাবদাহের পর রাজধানীতে নামল স্বস্তির শিলাবৃষ্টি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 20, 2023 | 8:12 PM

এদিনের বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন। আগামী দু-তিনদিন এরকম বৃষ্টিপাত চলবে বলেও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Rain: তীব্র দাবদাহের পর রাজধানীতে নামল স্বস্তির শিলাবৃষ্টি
স্বস্তির বৃষ্টি দিল্লিতে। ছবি সৌজন্য: এএনআই।

Follow Us

নয়া দিল্লি: অবশেষে নামল স্বস্তির বৃষ্টি! টানা কয়েক সপ্তাহ ধরে তীব্র দাবদাহের পর অবশেষে খুশির ইদ উৎসবের প্রাক্কালেই নামল স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টিতে (Rain) ভিজেছে দিল্লি (Delhi) সহ এনসিআর (NCR) অঞ্চল। বৃষ্টির সঙ্গে শিলও পড়েছে। ছিল ঠান্ডা ঝোড়ো হাওয়া। যা অনেকটাই স্বস্তি দিয়েছে দিল্লিবাসীকে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে দিল্লিতেও তাপপ্রবাহ চলছিল। এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা উঠেছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা রেকর্ড। আর এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে। অবশেষে এদিন সন্ধ্যায় ঝেঁপে নামে শিলাবৃষ্টি। দিল্লি সহ সমগ্র এনসিআর অঞ্চল এদিন কম-বেশি শিলাবৃষ্টির সাক্ষ্য হয়েছে। শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও ছিল।

গত কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহের পর এদিনের শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া দিল্লিবাসীর কাছে কেকের উপরে থাকা চেরির মতো। তাই অনেকেই তীব্র দাবদাহের পর প্রথম শিলাবৃষ্টির ছবি মোবাইলে বন্দি করে, ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

যদিও এদিনের বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন। আগামী দু-তিনদিন এরকম বৃষ্টিপাত চলবে বলেও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অন্যদিকে, তীব্র গরম থাকলেও রাজধানীর বায়ুর মান মাঝারি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুসারে, এদিন সকাল ৮টায় রাজধানীর বায়ুর মান ছিল ১৭৪। যা মাঝারি মানের।

অন্যদিকে, তীব্র গরমে ফুটছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল। তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৩-৪৩ ডিগ্রি সেলসিয়াসে। পড়ুয়াদের কথা বিবেচনা করে স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সরকার। তবে সপ্তাহান্তে এই সমস্ত রাজ্যেও বৃষ্টি নামবে বলে আশার বাণী শুনিয়েছে মৌসম ভবন। এখন তারই অপেক্ষায় দিন গুনছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাবাসী।

Next Article