Udaipur murder: মাথায় ছাতার বাড়ি, ক্যামেরার সামনেই বৃদ্ধা খুন! নিজেকে ‘ভগবান’ ভেবেছিল খুনী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 06, 2023 | 4:39 PM

Udaipur murder: স্থানীয় এলাকায় গুঞ্জন ছড়িয়েছে, ওই বৃদ্ধাকে ডাইনি সন্দেহে হত্যা করেছে অভিযুক্ত ব্যক্তি। তবে, প্রাথমিক তদন্তের পর পুলিশ সেই দাবি নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ মাতাল অবস্থায় ছিল। মদের নেশার ঘোরেই এই কাণ্ড ঘটিয়েছে সে।

Udaipur murder: মাথায় ছাতার বাড়ি, ক্যামেরার সামনেই বৃদ্ধা খুন! নিজেকে ভগবান ভেবেছিল খুনী
পাশে দাঁড়িয়ে ভিডিয়ো তুলল অনেকে, কিন্তু কেউ বৃদ্ধাকে বাঁচানোর চেষ্টা করল না
Image Credit source: Twitter

Follow Us

উদয়পুর: প্রথমে বুকে সজোরে ঘুষি। তারপর, মাটিতে ফেলে মাথা লক্ষ্য করে একের পর এক ছাতার বাড়ি। ৮৫ বছরের এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুর জেলায়। শুধু তাই নয়, এই নৃশংস হত্যাকাণ্ড ক্যামেরা বন্দিও করেছেন স্থানীয় কিছু বাসিন্দা। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্কও ছিল। তাঁরা শুধু ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন, কিন্তু, বৃদ্ধাকে বাঁচানোর কোনও চেষ্টাই করেননি বলে অভিযোগ। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় এলাকায় গুঞ্জন ছড়িয়েছে, ওই বৃদ্ধাকে ডাইনি সন্দেহে হত্যা করেছে অভিযুক্ত ব্যক্তি। তবে, প্রাথমিক তদন্তের পর পুলিশ সেই দাবি নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ মাতাল অবস্থায় ছিল। মদের নেশার ঘোরেই এই কাণ্ড ঘটিয়েছে সে।

পুলিশ জানিয়েছে, এই চাঞ্চল্যকর অপরাধ ঘটেছে উদয়পুরের গোগুন্ডা মহকুমায়। অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা। মূলতঃ আদিবাসী অধ্যুষিত। নিহত মহিলার নাম কল্কি বাই গামেতি। ঘটনার দিন, কল্কি বাই তাঁর এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলন। মাঝপথে তাঁকে আটকান প্রতাপ সিং নামে এক ব্যক্তি। তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিল। শুধু তাই নয়, পুলিশ জানিয়েছে, মাতাল অবস্থায় সে নিজেকে ভগবান শিবের অবতার বলে কল্পনা করেছিল। তার বিশ্বাস ছিল, ওই বৃদ্ধাকে হত্যা করে সে আবার তাকে পুনর্জীবিত করতে পারবে। ঘটনার যে ভিডিয়ো রেকর্ড করা হয়েছে, তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়ো, পুলিশের দাবিকেই সমর্থন করছে।


ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি মাঠে কল্কি বাই গামেতির পাশেই বসে আছে অভিযুক্ত প্রতাপ সিং। তাকে বলতে শোনা যায়, সে ভগবান শিবের অনুগামী। ভগবান শিবই নাকি তাঁকে ওই বৃদ্ধার কাছে পাঠিয়েছেন। সে বলে, “মহারানী হ্যায় তু” (তুই মহারাণী)। এই কথা বলেই আচমকা তাকে বৃদ্ধার বুকে প্রচণ্ড জোরে ঘুষি মারতে দেখা যায়। সঙ্গে সঙ্গে কল্কি বাই মাটিতে পড়ে যান। তারপর, প্রতাপ সিং তাঁকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায়। ঘটনার আরেকটি ভিডিয়ো ক্লিপে, দেখা যাচ্ছে মহিলা মাটিতে পড়ে আছেন। আর অভিযুক্ত প্রতাপ সিং একটি ছাতা দিয়ে তাঁর মাথায় আঘাত করছে। ওই আঘাতেই মহিলার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, উপস্থিত জনতার মধ্য থেকে একজন মাত্র ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু, প্রতাপ সিং তাঁর কোনও কথা শোনেনি। উল্টে তাঁকেও ছাতা দিয়ে মারধর করে।

উদয়পুরের পুলিশ সুপার, ভুবন ভূষণ জানিয়েছেন, এই ঘটনার আরও তদন্ত করা হচ্ছে। প্রতাপ ছাড়াও আরও তিনজনকে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঘটনার ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ রয়েছে। তার মধ্যে দুজন নাবালক। ঘটনার সময় ওই স্থানে আর কে কে ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Next Article