Harassment: ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার স্কুলের শিক্ষক

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 06, 2023 | 4:05 PM

ঘটনা নিয়ে আট্টাপুর থানার সাব ইনস্পেক্টর শ্রীকান্ড রেড্ডি বলেছেন, “আট্টাপুর থানার অধীনে একটি স্কুলের শারীরশিক্ষার শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

Harassment: ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার স্কুলের শিক্ষক
প্রতীকী ছবি

Follow Us

হায়দরাবাদ: স্কুলের ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘ দিন ওই ছাত্রীকে শারীরশিক্ষার ওই শিক্ষক ফোন করে উত্যক্ত করতেন বলে অভিযোগ। শারীরশিক্ষার ক্লাসে নানা অছিলায় তার গায়ে হাত বোলাতেন, যৌন অঙ্গিভঙ্গি করতেন বলে অভিযোগ। ঘটনার নিয়ে অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার আট্টাপুরে।

ঘটনা নিয়ে আট্টাপুর থানার সাব ইনস্পেক্টর শ্রীকান্ড রেড্ডি বলেছেন, “আট্টাপুর থানার অধীনে একটি স্কুলের শারীরশিক্ষার শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এক ছাত্রীকে হেনস্থা করা, উত্যক্ত করার অভিযোগ রয়েছে। ঘটনা নিয়ে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।

Next Article