Rajasthan Doctor Suicide: আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি গর্ভবতী মহিলাকে, মৃতার পরিবারের হেনস্থায় ভয়ঙ্কর পথ বেছে নিলেন চিকিৎসক…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 30, 2022 | 1:18 PM

Rajasthan Doctor Suicide: মৃতার পরিবারের তরফে দাবি করা হয় যে ডঃ অর্চনার গাফিলতিতেই ওই গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি করার অভিযোগে এফআইআরও দায়ের করেন।

Rajasthan Doctor Suicide: আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারেননি গর্ভবতী মহিলাকে, মৃতার পরিবারের হেনস্থায় ভয়ঙ্কর পথ বেছে নিলেন চিকিৎসক...
প্রতীকী চিত্র

Follow Us

জয়পুর: গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে গর্ভবতী এক মহিলার (Pregnant Woman), এমনটাই অভিযোগ উঠেছিল চিকিৎসকের (Doctor) বিরুদ্ধে। রাতভর হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন মৃতার পরিবারের লোকজন। অভিযোগ দায়ের করেছেন থানাতেও। অপমান সহ্য করতে না পেরেই হাসপাতালেই আত্মহত্যা (Suicide) করলেন চিকিৎসক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাজস্থানের (Rajasthan) দৌসা জেলায় একটি বেসরকারি হাসপাতালে আত্মহত্যা করেন এক মহিলা চিকিৎসক।

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত চিকিৎসকের নাম ডঃ অর্চনা শর্মা। তিনি ও তাঁর স্বামী একটি বেসরকারি হাসপাতাল চালান, সেখানেই তিনি প্রাকটিসও করতেন। মঙ্গলবার এক গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার মৃত্যু হয়।

এরপরই মৃতার পরিবারের তরফে দাবি করা হয় যে ডঃ অর্চনার গাফিলতিতেই ওই গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি করার অভিযোগে এফআইআরও দায়ের করেন। দ্রুত ওই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবিও জানান তারা।

গোটা ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই চিকিৎসক। তিনি বারংবার দাবি করেছিলেন যে, ওই গর্ভবতী মহিলার মৃত্যুতে তাঁর কোনও হাত নেই। তিনি সর্বসম্মতভাবেই চেষ্টা করেছিলেন ওই মহিলাকে বাঁচানোর, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাঁকে বাঁচানো যায়নি। গতকাল রাতেই লালসট পুলিশ স্টেশনে ওই চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে আটকও করা হয়।

পুলিশি জেরার পর মঙ্গলবার দুপুরে ওই চিকিৎসক হাসপাতালের উপরেই অবস্থিত ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: Kerala Death: আগেই পুড়েছিল মন, এবার জ্বলল শরীর! প্রেম-প্রতিহিংসার এক নতুন গল্প… 

আরও পড়ুন: J&K Encounter: সাংবাদিকতার বুম ছেড়ে হাতে তুলেছিল অস্ত্র! উপত্যকায় এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি 

আরও পড়ুন: Pakistan Attack: টলমল পরিস্থিতিতেই আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পেশোয়ার, আহত কমপক্ষে ২২ 

Next Article