J&K Encounter: সাংবাদিকতার বুম ছেড়ে হাতে তুলেছিল অস্ত্র! উপত্যকায় এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি

J&K Encounter: কাশ্মীর জ়োনের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, মৃত জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। একজন জঙ্গির কাছ থেকে একটি প্রেসকার্ড উদ্ধার করা হয়েছে।

J&K Encounter: সাংবাদিকতার বুম ছেড়ে হাতে তুলেছিল অস্ত্র! উপত্যকায় এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2022 | 9:51 AM

শ্রীনগর: সাতসকালেই জঙ্গি দমন অভিযানে মিলল বড় সাফল্য। উপত্যকায় এনকাউন্টারে খতম করা হল দুই জঙ্গিকে। নিহত দুই জঙ্গিই লস্কর-ই-তৈবা  জঙ্গি সংগঠনের সদস্য। এদের মধ্যে একজনের কাছ থেকে প্রেস কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, বুধবার সকালে কাশ্মীরের রাইনাওয়াড়ি এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। এখনও অবধি দুইজন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই কাশ্মীরে বেশ কয়েকজন লস্কর জঙ্গি লুকিয়ে থাকার খবর মেলে। এরপরই মধ্যরাত থেকে রাইনাওয়াড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সিআরপিএফ বাহিনী। বুধবার দিনের আলো ফুটতেই গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও যৌথ বাহিনীর মধ্যে। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ করা হয় দুই জঙ্গিকে।

কাশ্মীর জ়োনের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, মৃত জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। একজন জঙ্গির কাছ থেকে একটি প্রেসকার্ড উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যমের অপব্যবহার করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনরা, তারই ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা।

ওই আইডি কার্ড অনুযায়ী, মৃত জঙ্গির নাম রইস আহমেদ ভাট। তিনি ভ্যালি মিডিয়া সার্ভিসের এডিটর ইন চিফ পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। তবে অনন্তনাগের ওই সংবাদমাধ্যমটির নাম অনেকেই শোনেননি। পুলিশি তদন্তে আরও জানা গিয়েছে, গত বছরের অগস্ট মাসেই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন রইস আহমেদ ভাট। তিনি সি স্তরের জঙ্গি হিসাবেই উপত্যকায় সন্ত্রাসবাদী গতিবিধি নিয়ন্ত্রণ করতেন।

নিহত অপর জঙ্গির নাম হিলাল আহমেদ রহম। তিনি বিজবেড়ার বাসিন্দা। হিলালও সি স্তরের জঙ্গি হিসাবেই কাজ করতেন। সমপ্রতিই উপত্যকায় নাগরিকদের উপরে চলা হামলা থেকে শুরু করে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গিয়েছে।