AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Collapsed: সরকারের কানে যায়নি দীর্ঘদিনের অভিযোগ, আজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সরকারি স্কুল, মৃত ৪ পড়ুয়া, আশঙ্কাজনক আরও অনেকে

School Collapsed: ওই স্কুলটির অনেকদিন ধরেই ভগ্নদশায় ছিল। এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগও জানানো হয়েছিল একাধিকবার, কিন্তু টনক নড়েনি।

School Collapsed: সরকারের কানে যায়নি দীর্ঘদিনের অভিযোগ, আজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সরকারি স্কুল, মৃত ৪ পড়ুয়া, আশঙ্কাজনক আরও অনেকে
ভেঙে পড়ল স্কুল বিল্ডিং।Image Credit: PTI
| Updated on: Jul 25, 2025 | 10:25 AM
Share

জয়পুর: সাতসকালেই ভয়ঙ্কর বিপর্যয়। ভেঙে পড়ল স্কুল বিল্ডিং। মৃত্যু কমপক্ষে ৪ জন শিশুর। আহত আরও অনেকে। ধ্বংসস্তূপের নীচে প্রায় ৪০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

রাজস্থানের ঝালাওয়ার জেলায় এ দিন সকালে একটি সরকারি স্কুল ভেঙে পড়ে। সকাল সাড়ে আটটা নাগাদ যখন স্কুল চলছিল, তখন আচমকাই পিপলোডি সরকারি স্কুলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্কুলের ভিতরে তখন প্রায় ৪০ জন পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ছিলেন।

সূত্রের খবর, ওই স্কুলটির অনেকদিন ধরেই ভগ্নদশায় ছিল। এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগও জানানো হয়েছিল একাধিকবার, কিন্তু টনক নড়েনি। বর্ষার মরশুমে স্কুলের অবস্থা আরও খারাপ হয়েছিল, তার মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে পঠন-পাঠন চলছিল।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, একতলা স্কুল বিল্ডিংটি ভেঙে পড়ায় ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১৭ জন। ১০ শিশুকে বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, এর মধ্যে ৩-৪ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

স্কুল বিল্ডিংটি ভেঙে পড়তেই উদ্ধারকাজে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তারাই আটকে থাকা পড়ুয়া, শিক্ষকদের উদ্ধার করেন। জেলা কালেক্টর ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও পৌঁছেছে। চারটি জেসিবি মেশিন দিয়ে ভগ্নস্তূপ সরানো হচ্ছে।