Rajasthan: খুনের পর টুকরো টুকরো করা দেহ পুঁতে আমগাছ লাগালো স্ত্রীয়ের প্রেমিক!

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 19, 2023 | 12:08 PM

Rajasthan man killed by wife's lover: হত্যার পর, যোগেন্দ্রর দেহ টুকরো টুকরো করে কেটে প্রমাণ লোপাটের চেষ্টা করা হলেও, শেষ রক্ষা হয়নি। এই হত্যাকাণ্ডের পিছনে যোগেন্দ্রর স্ত্রীর কোনও ভূমিকা আছে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পালি পুলিশ।

Rajasthan: খুনের পর টুকরো টুকরো করা দেহ পুঁতে আমগাছ লাগালো স্ত্রীয়ের প্রেমিক!
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

জয়পুর:

ধড় ফেলা হয়েছিল কাছের এক জঙ্গলে। আর মাথা, হাত, পা পুঁতে দেওয়া হয়েছিল বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরের এক বাগানে। সেই জায়গায় আবার লাগানো হয়েছিল একটি আমগাছ! নৃশংসভাবে খুন করা হয়েছে রাজস্থানের পালি জেলার বাসিন্দা যোগেন্দ্র মেঘওয়ালকে। পুলিশের দাবি, ৩৩ বছরের এই ব্যক্তিকে হত্যা করেছে তাঁর স্ত্রীর প্রেমিক, মদনলাল। ত্রিকোন প্রেমের জেরে ঘটে গেল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। হত্যার পর, যোগেন্দ্রর দেহ টুকরো টুকরো করে কেটে প্রমাণ লোপাটের চেষ্টা করা হলেও, শেষ রক্ষা হয়নি। এই হত্যাকাণ্ডের পিছনে যোগেন্দ্রর স্ত্রীর কোনও ভূমিকা আছে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পালি পুলিশ।

এই ঘটনার সূত্রপাত ১১ জুলাই। ওই দিন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। দুদিন কেটে গেলেও যোগেন্দ্র বাড়ি ফেরেননি। তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে না পেরে যোগেন্দ্রর বাবা, মিশ্রনাথ মেঘওয়াল, স্থানীয় থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। ১৭ জুলাই তিনি ফের থানায় এসেছিলেন। এইবার তিনি জানিয়েছিলেন, যোগেন্দ্রর উধাও হয়ে যাওয়ার পিছনে মদনলালের হাত থাকতে পারে। মদনলাল তাঁদের পূর্বপরিচিত।

অবিলম্বে তাঁর অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। মদনলালকে তুলে এনে জেরা করা হয়। জেরার মুখে সে যোগেন্দ্রকে হত্যা করার কথা স্বীকার করে। সে জানায়, যোগেন্দ্রর স্ত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। এই নিয়ে তার সঙ্গে যোগেন্দ্রর বিবাদ হয়েছিল। তার জেরেই সে যোগেন্দ্রকে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, ঠিক কীভাবে যোগেন্দ্রকে হত্যা করা হয়েছে, তার বিশদ বিবরণও দিয়েছে সে। সেই বিবরণ পুলিশ জানায়নি। তবে জানা গিয়েছে, যোগেন্দ্রকে হত্যার পর তার দেহ ৬ টুকরো করে কেটেছিল মদনলাল। ধড়টি সে পাশের এক জঙ্গলে ফেলে এসেছিল। আর মাথা, দুই হাত এবং দুই পা পুঁতে দিয়েছিল যোগেন্দ্রদের বাড়ির ঠিক পাশের এক বাগানে। দেহাংশগুলি পুঁতে দেওয়ার পর, তার উপরে একটি আমগাছও লাগিয়েছিল সে।

Next Article