তৃণমূলের টিকিটে রাজ্যসভায় অর্থনীতিবিদ অভিরূপ সরকার? প্রার্থী দিতে পারে বিজেপিও

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 16, 2021 | 7:45 PM

Rajya Sabha Election TMC: অভিরূপবাবুর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিও এই আসনে প্রার্থী দিতে পারে বলে খবর সূত্রের।

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় অর্থনীতিবিদ অভিরূপ সরকার? প্রার্থী দিতে পারে বিজেপিও
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেস ছাড়ার পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। তাঁর পদত্যাগের ফলে রাজ্যসভায় যে শূন্যস্থান তৈরি হয়েছিল, তা ভরতে শুক্রবারই একটি আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে এই আসনের জন্য একাধিক নাম ঘুরলেও তৃণমূল সূত্রে খবর, রাজ্যের বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে প্রার্থী করা হতে পারে। এমনটাই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিও এই আসনে প্রার্থী দিতে পারে বলে খবর সূত্রের।

আগামী ৯ অগস্ট রাজ্যসভার একটি আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। ফলে সময় খুব কম। তার আগে তৃণমূল সূত্রে যে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে, তাতে অর্থনীতিবিদ অভিরূপ সরকারকেই প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। বর্তমানে রাজ্যের পে কমিশনের চেয়ারম্যানের ভূমিকায় রয়েছেন অভিরূপবাবু। পেশায় অর্থনীতির অধ্যাপকও তিনি। সাম্প্রতিক সময়ে যেভাবে একাধিক দেনা-পাওনার ইস্যুতে রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ তুঙ্গে উঠেছে, এই অবস্থায় রাজ্যসভায় তৃণমূলের দাবি আরও জোরালো করতেই এই কৌশলী পদক্ষেপ তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হতে পারে। যদিও পুরো বিষয়টিই বর্তমানে জল্পনার স্তরে রয়েছে।

এর পাশাপাশি জানা যাচ্ছে, এই একটি আসনের জন্য বিজেপিও প্রার্থী দিতে চলেছে। জেতার সম্ভাবনা কার্যত না থাকলেও কেন এই পদক্ষেপ? রাজনৈতিক মহলের মতে, মুকুল রায়ের ইস্যুতে রাজ্যের শাসকদলের উপর চাপ বাড়াতেই এই কৌশল নিচ্ছে বিজেপি। খাতায় কলমে গেরুয়া শিবিরে থাকা বিধায়ক তথা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান রাজ্যসভা নির্বাচনে কাকে ভোট দেন, সেটা জানতেই এই কৌশল নেওয়া হতে পারে। তবে বিজেপির তরফে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে কোনও তথ্য জানা যায়নি। আরও পড়ুন: ‘লোকাল ট্রেন চালাতে পারে না, উপনির্বাচন চাইছে!’ মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Next Article