Video: পলক পড়ছে চোখের, নড়ছে ঠোঁট, প্রাণ পেলেন রামলালা?

Jan 23, 2024 | 6:04 PM

AI video of Ram lalla's idol: কর্নাটকের ভাস্কর, অরুণ যোগীরাজের তৈরি এই ৫১ ইঞ্চি লম্বা মূর্তিটি মন জয় করে নিয়েছে রাম ভক্তদের। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ভক্তরা মনে মনে রামের যে রূপ কল্পনা করতেন, তাই মূর্ত করে তুলেছেন শিল্পী। ভক্তদের আস্থায় জোরে, প্রাণ প্রতিষ্ঠার পর এই রাম মূর্তি কি সত্যি সত্যি জীবন্ত হয়ে উঠল? প্রশ্ন তুলে দিয়েছে ভাইরাল এক ভিডিয়ো।

Video: পলক পড়ছে চোখের, নড়ছে ঠোঁট, প্রাণ পেলেন রামলালা?
প্রাণ প্রতিষ্ঠার পরদিনই ভাইরাল রামলালার ভিডিয়ো
Image Credit source: Twitter

Follow Us

অযোধ্যা: সেই ত্রেতা যুগে বনবাস থেকে রামের প্রত্যাবর্তণের পর, সোমবার (২২ জানুয়ারি) আরও একবার অযোধ্যায় যেন নেমে এসেছিল অকাল দীপাবলি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের ধর্মীয় আবেগের সেই ঘোর, এখনও কাটিয়ে উঠতে পারেননি ভক্তরা। দেশজুড়ে বইছে রাম আবেগের প্রবাহ। বিশেষ করে ভক্তদের আবেগকে আরও উসকে দিয়েছে কৃষ্ণশিলায় তৈরি রামলালার মূর্তিটি। কর্নাটকের ভাস্কর, অরুণ যোগীরাজের তৈরি এই ৫১ ইঞ্চি লম্বা মূর্তিটি মন জয় করে নিয়েছে রাম ভক্তদের। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ভক্তরা মনে মনে রামের যে রূপ কল্পনা করতেন, তাই মূর্ত করে তুলেছেন শিল্পী। ভক্তদের আস্থায় জোরে, প্রাণ প্রতিষ্ঠার পর এই রাম মূর্তি কি সত্যি সত্যি জীবন্ত হয়ে উঠল? প্রশ্ন তুলে দিয়েছে ভাইরাল এক ভিডিয়ো।

প্রাণ প্রতিষ্ঠার, পরদিন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে এই ১৩ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপটি। ছোট্ট ক্লিপটিতে দেখা যাচ্ছে, কৃষ্ণ পাথরের সেই ৫ বছরের শিশু রামের মূর্তি চোখ পিটপিট করছে। শুধু তাই নয়, অপাপবিদ্ধ হাসি মুখে সে ডাইনে-বাঁয়ে মাথাও ঘোরাচ্ছে। কখনও বা ঠোঁটের হাসি বেড়ে যাচ্ছে। কখনও বা চোখের কোন দিয়ে কিছু দেখছেন রামলালা। তাহলে প্রাণ প্রতিষ্ঠার পরদিনই অযোধ্যার রাম মন্দিরে দেখা গেল দেব মহীমা? না-হলে পাথরের মূর্তিতে কি পরিস্ফুট হয় অভিব্যক্তি? বিস্মিত ভক্তরা। সত্যিই কি ঘটল এমন মিরাকল?


না, কোনও মিরাকল বা চমৎকার ঘটেনি। ঘটেনি কোনও দৈব ঘটনা। এই ভিডিয়োটি রামলালার সত্যিকারের ভিডিয়োও নয়। জানা গিয়েছে, ভিডিয়োটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। রামলালার মূর্তিটির উপর ব্যবহার করা হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তি। আর, এআই প্রযুক্তির হাত ধরেই জীবন্ত হয়ে উঠেছেন রামলালা। ছোট্ট ভিডিয়ো ক্লিপটি দেখে আবেগ ধরে রাখতে পারেননি রামভক্তরা। অনেকেই বলেছেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরদিনই এই ভিডিয়ো ক্লিপ দেখার জন্য তাঁদের মন প্রস্তুত ছিল না। ভিডিয়োটি দেখে ভক্তিভাবে থমকে গিয়েছে তাদের হৃৎস্পন্দন। এমনিতেই রামলালার মূর্তিটির মুখ শিশুসুলভ পবিত্রতায় ভরা। এই ভিডিয়োয় তাঁর হাসি, তাকানো, তাঁকে আরও দৈবিক করে তুলেছে।

Next Article