অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের সূচনা হতে চলেছে। সেই উপলক্ষে সেজে উঠছে রামজন্মভূমি। অযোধ্যার প্রতিটি কোণে নতুন রং লাগছে। অযোধ্যা-গোরক্ষপুর জাতীয় সড়কের ধারে ওভার ব্রিজে রামায়ণের নানা কথা ছবির আকারে ফুটিয়ে তোলা হচ্ছে। রং তুলিতে মূর্ত হচ্ছে সেই রামকথা। নগর নিগমের আওতাধীন সমস্ত উড়ালপুলের দুই পাশে রামের প্রসঙ্গ তুলে নানা ছবি আঁকা হচ্ছে। নিঃসন্দেহে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যাঁরা অযোধ্য যাচ্ছেন, তাঁদের কাছে এমন দৃশ্য নজরকাড়াই হবে।
অযোধ্যাকে সাজাতে মধ্য প্রদেশ থেকে চিত্রশিল্পীরা এসেছেন। রামের জন্মকথা থেকে লবকুশের কাহিনী পর্যন্ত বিভিন্ন জায়গায় তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে। হাতে খুব বেশি সময় নেই। ২২ জানুয়ারি মূল অনুষ্ঠান হলেও আগে থেকেই লোকজন ভিড় জমাতে শুরু করবেন রামভূমিতে। তাই দিনরাত এক করে কাজ করছেন চিত্রকররা। যাতে দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করা যায়। এমনভাবে ছবির মাধ্যমে রামকাহিনী ফোটানো হচ্ছে, পুণ্যার্থীরা যাতে সেইসব ছবিতে খুঁজে পান পুরাণে বর্ণিত সেইসব গাঁথা।
রাস্তার দু’ধারে যত দূর চোখ যাচ্ছে শুধুই ছবি। রামের জন্ম, রামের বনে গমন, সীতাহরণপর্ব থেকে শুরু করে মহর্ষি বাল্মীকি বা রামচরিত মানসের রচয়িতা তুলসীদাসের নানা গল্প আঁকা হচ্ছে। ইতিমধ্যেই ২২ জানুয়ারি সে রাজ্যের স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। সেদিন রাজ্যে মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। একেবারে রাষ্ট্রীয় উৎসব পালনের মতো করে উদযাপন করা হবে দিনটি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে প্রত্যেক মুহূর্তের আপডেট রাখছেন।