অযোধ্যা: রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সোমবার চাঁদের হাট বসেছিল অযোধ্যার রাম মন্দিরে। দেষ-বিদেশের কয়েক হাজার বিশিষ্ট অতিথির উপস্থিতিতে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগ-বি থেকে শুরু করে সচিন, রেখা থেকে কঙ্গনা- কে ছিল না অতিথিদের তালিকায়! প্রত্যেককেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর বিশেষ প্রসাদের বাক্স দেওয়া হয়। আর ‘শ্রীরাম’ লেখা সেই বাক্সের ভিতর ছিল অভিনব প্রসাদ।
কী প্রসাদ ছিল বাক্সের ভিতর?
‘শ্রীরাম’ লেখা প্রসাদের বাক্স খুলতেই দেখা যায় তার ভিতরে রয়েছে, ঘিয়ের মাওয়া লাড্ডু, গুড়ের রাবড়ি, রামদানা চিক্কি, তুলসী ডাল, এলাচি, আলুর চিপস আর তার সঙ্গে দেওয়া হয়েছে রাম দিয়া।
মন্দির ট্রাস্ট সূত্রে খবর, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আগত অতিথিদের জন্য মহাপ্রসাদের প্রায় ২০ হাজার প্যাকেট করা হয়েছিল। গুজরাটের দুই সংস্থা, ভারতী গর্বাই গুজরাট ও সন্ত সেবা সংস্থান এই মহাপ্রসাদের প্যাকেট তৈরির দায়িত্বে ছিল। এই প্রসাদ সম্পূর্ণ সাত্ত্বিক (ভেগান) বলে জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট।
এদিকে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দ্বার। আর প্রথম দিনই ভোররাত ৩টে থেকে মন্দিরের গেটে ভিড় জমান ভক্তরা। বলা যায়, কনকনে ঠান্ডা উপেক্ষা করেই ভক্তদের ভিড় উপচে পড়েছে। যদিও নিয়ম মেনে সকালের আরতির পর ৭টা নাগাদ মন্দিরের গেট খোলা হয়। তবে যাঁরা মন্দিরে যেতে পারছেন না অথচ পুজো দিতে চান, তাঁদের জন্য অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা করেছে রাম মন্দির কর্তৃপক্ষ। অনলাইনে আরতিও দেখা যাবে। এমনকি বাড়িতে বসে অনলাইনে বুকিং করেই রাম মন্দিরের প্রসাদ পেয়ে যাবেন ভক্তরা।