Ram Yantram: অযোধ্যায় স্থাপিত হবে ১৫০ কেজি সোনায় মোড়া রাম যন্ত্রম, শুরু যাত্রা

Ram Yantram: কাঞ্চিতে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। তারপরই কাঞ্চীপুরম থেকে অযোধ্যার পথে হবে ওই রথ যাত্রা। পাঁচ রাজ্যের ওপর দিয়ে ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করবে সেই রথ।

Ram Yantram: অযোধ্যায় স্থাপিত হবে ১৫০ কেজি সোনায় মোড়া রাম যন্ত্রম, শুরু যাত্রা
Follow Us:
| Updated on: Oct 31, 2024 | 12:23 PM

তিরুপতি: অযোধ্যার দিকে যাত্রা শুরু হল শ্রী রাম যন্ত্রের। তিরুপতি থেকে সেই যন্ত্র নিয়ে যাওয়া হচ্ছে অযোধ্য়ায়। ১৫০ কেজি সোনার পাতে মোড়া ওই যন্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। শুধুমাত্র কাঞ্চিপুরমেই ওই যন্ত্র পাওয়া যায়। সেই মডেলকেই সোনার পাত দিয়ে মুড়ে ফেলা হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত ওই যাত্রা চলবে।

ওই যন্ত্রে খোদাই করা আছে বিভিন্ন মন্ত্র ও বিভিন্ন দেব-দেবীর ছবি। রামের ছবিও খোদাই করা আছে তাতে। শ্রী শঙ্করা বিজয়েন্দ্র সরস্বতী শঙ্করাচার্য স্বামীগালের তত্ত্বাবধানে এই যাত্রা সম্পন্ন হবে।

কাঞ্চিতে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। তারপরই কাঞ্চীপুরম থেকে অযোধ্যার পথে হবে ওই রথ যাত্রা। পাঁচ রাজ্যের ওপর দিয়ে ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করবে সেই রথ। ২৭ অক্টোবর শ্রী কাঞ্চি কামাকোটি পীতম মহা পাদুকা মণ্ডপম থেকে যাত্রা শুরু হয়েছে।

এছাড়া আয়োজন করা হয়েছে এক মহাযজ্ঞের। করসেবকপুরমে আয়োজিত হচ্ছে শ্রী মহা নারায়ণ দিব্য রুদ্র সংহিতা সথা সহর্ষ চণ্ডী বিশ্ব শান্তি মহাযজ্ঞ। চিন্ময়ী সেবা ট্রাস্ট সেই যজ্ঞের আয়োজন করেছে। শ্রী শঙ্করা বিজয়েন্দ্র সরস্বতী শঙ্করাচার্য স্বামীগাল ও রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তত্ত্বাবধানে চলবে ওই মহাযজ্ঞ। ওই মহাযজ্ঞের মাধ্যমেই রাম যন্ত্র স্থাপন করা হবে যোগশালায়।