Mobile Component Custom Duty: মোবাইল উৎপাদনে ভারতকে গ্লোবাল হাব বানানোর লক্ষ্য, শুল্কের বোঝা কমাল কেন্দ্র

Jan 31, 2024 | 4:17 PM

ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল তৈরির কোন সব সামগ্রীর উপর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাটারি কভার, ফ্রন্ট কভার, মিডল কভার, প্রধান লেন্স, ব্যাক কভার, জিএসএম অ্যান্টেনা, পিইউ কেস, স্টিলিং কেস, সিম সকেট, স্ক্রু, এবং এ ছাড়াও উৎপাদনে ব্যবহৃত প্লাস্টিক এবং যান্ত্রিক উপাদান।

Mobile Component Custom Duty: মোবাইল উৎপাদনে ভারতকে গ্লোবাল হাব বানানোর লক্ষ্য, শুল্কের বোঝা কমাল কেন্দ্র
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: মোবাইল ফোন উৎপাদন নিয়ে বলিষ্ঠ সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। মোবাইল ফোন তৈরির বিভিন্ন উপাদানে কাস্টম ডিউটি (শুল্ক)-র পরিবর্তন করার ঘোষণা হয়েছে। ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) এই শুল্ক কমের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। এই পদক্ষেপ আগামী দিনে মোবাইল এবং ইলেক্ট্রনিক্স দ্রব্র উৎপাদন শিল্পকে আরও চাঙ্গা করে তুলবে বলে আশা করেছেন তিনি। এই ধরনের পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “কাস্টম ডিউটির এই পরিবর্ত শিল্পে এবং প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বচ্ছতা এবং নিশ্চয়তা আনবে। মোবাইল ফোন উৎপাদন ব্যবস্থায় এই পদক্ষেপ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।” মোবাইল ফোন তৈরির বিভিন্ন সামগ্রীর শুল্প ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। উৎপাদনের কাজে লাগা বেশ কিছু দ্রব্যের উপর শুল্প শূন্য করা হয়েছে। যা এত দিন ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছিল।

ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেক্ট্রনিক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল তৈরির কোন সব সামগ্রীর উপর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাটারি কভার, ফ্রন্ট কভার, মিডল কভার, প্রধান লেন্স, ব্যাক কভার, জিএসএম অ্যান্টেনা, পিইউ কেস, স্টিলিং কেস, সিম সকেট, স্ক্রু, এবং এ ছাড়াও উৎপাদনে ব্যবহৃত প্লাস্টিক এবং যান্ত্রিক উপাদান। এ ছাড়াও উৎপাদনে ব্যবহৃত রেজিন, আঠা, কভার টেপ, স্টিল শিট, লোগোর মতো বিভিন্ন সহকারী উপদানে শুল্ক ৭.৫ এবং ১৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে।

এ বিষয়ে আইসিইএ-র চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রু বলেছেন, “ভারতের মোবাইল উৎপাদন শিল্পকে প্রতিযোগিতামূলক করার জন্য সরকারের নেওয়া এই পদক্ষেপকে স্বাগত জানাই। উৎপাদনের কম খরচ ভারতকে বিশ্বের মধ্যে ইলেক্ট্রনিক্স দ্রব্য তৈরি এবং রফতানির গ্লোবাল হাবে পরিণত করবে। মোবাইন ফোন শিল্প প্রধানমন্ত্রীর দফতর, অর্থ মন্ত্রক এবং ইলেক্ট্রনিক্স-তথ্যপ্রযুক্তি মন্ত্রককে অশেষ ধন্যবাদ জানাই।”

Next Article
Congress MLA: ‘লোকসভায় কংগ্রেসকে ভোট না দিলে…’, ভয়াবহ পরিণতির হুমকি বিধায়কের
CAG report on Bengal: ২ লক্ষ কোটির কোনও হিসেবই দেয়নি মমতা সরকার, CAG রিপোর্ট সামনে আনলেন সুকান্ত