ভোপাল: খাবারের স্টলে পিকনিক করছে মুষিকদল। শুনতে অবাক লাগলেও মোবাইল-বন্দি ভিডিয়োতে কার্যত এমনই দৃশ্য ধরা পড়েছে। মধ্য প্রদেশের ইতারসি জংশনে IRCTC-র একটি স্টলে খাবারা নিয়ে ‘মোচ্ছব’ করতে দেখা গিয়েছে ইঁদুরের দলকে। যেন সকলে একেবারে পিকনিকের মুডে। সেই মুহূর্তের ভিডিয়ো মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক নেটিজেন। যার প্রেক্ষিতে আইআরসিটিসি-র খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে।
সৌরভ নামে এক নেটিজেনের এক্স হ্যান্ডেল থেকেই আইআরসিটিসি স্টলে ইঁদুর-দলের ‘পিকনিক’ করার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ৩৭ সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রেলস্টেশনের আইআরসিটিসি স্টলের সামনে পড়ে থাকা স্ন্যাক্সের প্লেট ও কন্টেনারগুলি থেকে খাবার সংগ্রহ করতে রীতিমতো কাড়াকাড়ি করছে ইঁদুরেরা। এই ভিডিয়ো পোস্টের সঙ্গে ওই নেটিজেন সাধারণ মানুষকে রেলস্টেশনের স্টল থেকে খাবার খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ভিডিয়োটির শিরোনামে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, “আইআরসিটিসি-র খাবার পর্যবেক্ষকের ডিউটিতে ইঁদুরেরা। এই কারণে আমি রেলস্টেশনের হকারদের খাবার এড়িয়ে চলি।”
Rats on IRCTC food Inspection Duty 🤢
The Reason why i avoid eating food from Railway Station Vendors!!📍Itarsi Junction, Madhya Pradesh @IRCTCofficial @AshwiniVaishnaw @RailMinIndia #IndianRailways pic.twitter.com/8y2eXbb9td
— Saurabh • A Railfan 🇮🇳 (@trainwalebhaiya) January 6, 2024
নেটিজেনের এই ভিডিয়ো-পোস্টটি ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। অবিলম্বে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়ে রেলওয়ে সেবা এক্স হ্যান্ডেলে ওই নেটিজেনকে ডিএম মারফৎ অভিযোগ জানাতে এবং ফোন নম্বর শেয়ার করতে বলা হয়েছে। এছাড়া ভারতীয় রেলের ওয়েবসাইটে অথবা ১৩৯ নম্বর ফোন করে সরাসরি অভিযোগ জানানো যায় বলেও টুইটে জানানো হয়েছে। গোটা বিষয়টি আধিকারিকদের জানানো হয়েছে বলেও আরেকটি টুইটে উল্লেখ করেছেন ভোপাল ডিভিশনের রেলওয়ে ম্যানেজার। এছাড়া আইআরসিটিসি-র বিশেষ পর্যবেক্ষণ জরুরি বলেও টুইট করেছে রেল।
Please share your mobile no. preferably via DM to enable us to take immediate action.
You may also raise your concern directly on https://t.co/JNjgaq1zyT or dial 139 for speedy redressal. https://t.co/utEzIqB89U— RailwaySeva (@RailwaySeva) January 6, 2024
যদিও আইআরসিটিসি-র স্টলে বা ট্রেনের প্যান্ট্রিতে ইঁদুর ঘুরে বেড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। মাস কয়েক আগে লোকমান্য তিলক টার্মিনাস মাদগাঁও এসি ডবল ডেকার এক্সপ্রেসেও প্যান্ট্রিতে ঢুকে খাবার খেতে দেখা গিয়েছে ইঁদুরকে। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।