Election Commission: ভোট চলাকালীন দেখা যাবে রিয়েল টাইম ভোটদানের হার, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Election Commission: পোলিং এজেন্টদের ফর্ম 17C দেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকছে। প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনের পর এবং হরিয়ানা, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরেই ভোটদানের হার প্রকাশ নিয়ে সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধীরা।

নয়া দিল্লি: ভুয়ো ভোটার নিয়ে শোরগোলের অন্ত নেই। আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। নড়েচড়ে বসেছে সব মহলই। এবার লাগাতার অভিযোগের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সূত্রের খবর, এবার থেকে নির্বাচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে কমিশন। পুরো প্রক্রিয়াই হবে প্রযুক্তি নির্ভর।
নির্বাচন কমিশনের ECINET অ্যাপে প্রতি দু’ ঘণ্টা অন্তর প্রিসাইডিং অফিসাররা সরাসরি ভোটদানের হার আপলোড করবেন। নির্বাচন শেষের সঙ্গে সঙ্গেই প্রত্যেকটি কেন্দ্রভিত্তিক ভোটদানের হার আপলোড করা হবে। ঠিক হয়েছে এমনটাই।
তবে পোলিং এজেন্টদের ফর্ম 17C দেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকছে। প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনের পর এবং হরিয়ানা, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরেই ভোটদানের হার প্রকাশ নিয়ে সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধীরা। অন্যদিকে ভুয়ো ভোটার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল তৃণমূল কংগ্রেসও। তা নিয়ে রাজনৈতিক তরজা এখনও চলছে। এদিকে হাতে আর মাত্র কয়েক মাস। তারপরই ভোট বিহার, বাংলা-সহ একাধিক রাজ্যে। এমতাবস্থায় কমিশনের এই সিদ্ধান্ত নিয়েই স্বভাবতই শুরু হয়ে গিয়েছে চর্চা।
