Former IAS officer P K Mishra: প্রধানমন্ত্রীর ডান হাতকে চেনেন? আবার ৫ বছর মন্ত্রণা দেবেন মোদীকে

Former IAS officer P K Mishra: পুরো নাম প্রমোদ কুমার মিশ্র। জন্ম ১৯৪৮ সালের ১১ অগস্ট। জন্মস্থান ওড়িশার সম্বলপুর জেলা। ১৯৭২ সালে দিল্লি স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে এমএ করেন তিনি। উত্তীর্ণ হন প্রথম শ্রেণিতে।

Former IAS officer P K Mishra: প্রধানমন্ত্রীর ডান হাতকে চেনেন? আবার ৫ বছর মন্ত্রণা দেবেন মোদীকে
প্রধানমন্ত্রীর সঙ্গে পি কে মিশ্র
Follow Us:
| Updated on: Jun 15, 2024 | 4:05 PM

নয়াদিল্লি: একজন যেন ভারতীয় জেমস বন্ড। প্রায়ই প্রচারের আলোয় আসেন। তাঁর বিভিন্ন ‘কীর্তি’ সংবাদমাধ্যমের পাতায় জ্বলজ্বল করে। অন্যজন নিশ্চুপ। নিঃশব্দে নিজের কাজ করে চলেন। তেমনভাবে সাধারণ মানুষের কাছে পরিচিতও নন। কিন্তু, দু’জনেরই গুরুত্ব কোথাও গিয়ে তাঁদের এক সূত্রে বেঁধেছে। আর সূত্রধরের ভূমিকায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দু’জনের মধ্যে প্রথমজন হলেন অজিত ডোভাল। এবং দ্বিতীয়জন পি কে মিশ্র। তৃতীয়বার ক্ষমতায় এসে ফের অজিত ডোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযোগ করেছেন মোদী। তেমনই ফের প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন পি কে মিশ্র। কে এই পি কে মিশ্র? প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে তাঁর ভূমিকা কী? জেনে নিন খুঁটিনাটি।

কে এই পি কে মিশ্র?

পুরো নাম প্রমোদ কুমার মিশ্র। জন্ম ১৯৪৮ সালের ১১ অগস্ট। জন্মস্থান ওড়িশার সম্বলপুর জেলা। ১৯৭২ সালে দিল্লি স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে এমএ করেন তিনি। উত্তীর্ণ হন প্রথম শ্রেণিতে। পরে ১৯৯০ সালে ডেভেলপমেন্ট ইকোনমিকসে ফের এমএ করেন তিনি। সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন।

১৯৭২ ব্যাচের গুজরাট ক্যাডারের IAS অফিসার পি কে মিশ্র। গুজরাট সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তাঁর প্রধান সচিব ছিলেন তিনি। গুজরাটের মেহসানা এবং বনাসকান্তা জেলার জেলাশাসকের দায়িত্বও সামলেছেন।

IAS অফিসার থাকাকালীন কেন্দ্রীয় সরকারেরও একাধিক দায়িত্ব পালন করেছেন। কৃষি মন্ত্রকের সচিবের দায়িত্ব সামলেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিবের দায়িত্ব পালন করেছেন।

কৃষি মন্ত্রকের সচিব থাকাকালীন ২০০৮ সালে IAS অফিসার হিসেবে অবসর নেন পি কে মিশ্র। এর পর তাঁকে গুজরাট ইলেকট্রিসিটি রেগুলাটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেন সেরাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী। ২০১৩ সালের ১১ অগস্ট তাঁর মেয়াদ শেষ হয়।

২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়ে পি কে মিশ্রকে প্রধানমন্ত্রী দফতরে তিনি নিয়োগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রধান সচিব হন ১৯৭২ ব্যাচের এই অবসরপ্রাপ্ত IAS অফিসার।

২০১৯ সালে মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর ফের পি কে মিশ্র প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রধান সচিব হন। তখন প্রধানমন্ত্রীর প্রধান সচিব ছিলেন নৃপেন্দ্র মিশ্র। কয়েকমাস পর ২০১৯-র সেপ্টেম্বরে নৃপেন্দ্র মিশ্রর জায়গায় পি কে মিশ্র প্রধানমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব পান। সেই থেকে প্রধানমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব পালন করছেন এই প্রাক্তন আমলা। ২০১৯ সালের রাষ্ট্রসংঘের সাসাকাওয়া অ্যাওয়ার্ড পান তিনি। দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাসে পরিকল্পনার জন্য এই পুরস্কার দেওয়া হয়।

প্রধান সচিব হিসেবে পি কে মিশ্রর ভূমিকা ও দায়িত্ব-

প্রশাসনিক বিষয় দেখভাল করেন পি কে মিশ্র। এমনকি, PMO-তে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ও নজরে রাখেন। একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা পান পি কে মিশ্র। ওয়াকিবহাল মহলের বক্তব্য, পি কে মিশ্রর অভিজ্ঞতা ও বিচক্ষণতায় আস্থা রয়েছে মোদীর। তাই, তৃতীয়বার ক্ষমতায় এসেই ফের পি কে মিশ্রকে প্রধান সচিব হিসেবে নিয়োগ করেছেন। পি কে মিশ্রর মতো অজিত ডোভালও ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ করবেন। প্রশাসনিক কাজে প্রধানমন্ত্রীর কার্যত দুই স্তম্ভ হলেন পি কে মিশ্র ও অজিত ডোভাল। আগামী ৫ বছর গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁদের।