Manik Bhattacharya: সুপ্রিম কোর্টে জামিন মানিক ভট্টাচার্যের ছেলের

Jyotirmoy Karmokar | Edited By: সায়নী জোয়ারদার

Feb 16, 2024 | 2:11 PM

Supreme Court: শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আদালতের তরফে সমনের কোনও নির্দেশ ছাড়াই শৌভিক ভট্টাচার্যকে সমন পাঠানো হয়েছিল। তিনি নিজে থেকে আত্মসমর্পণ করেছিলেন। এর জন্য আগের শুনানিতেই আইনজীবীর ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি বেলা এম ত্রিবেদির এজলাসে এই মামলার শুনানি হয়।

Manik Bhattacharya: সুপ্রিম কোর্টে জামিন মানিক ভট্টাচার্যের ছেলের
জামিন পেলেন মানিক-পুত্র শৌভিক ভট্টাচার্য।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য। এর আগে স্পেশাল কোর্ট এবং হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন সৌভিক। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আদালতের তরফে সমনের কোনও নির্দেশ ছাড়াই সৌভিক ভট্টাচার্যকে সমন পাঠানো হয়েছিল। তিনি নিজে থেকে আত্মসমর্পণ করেছিলেন। এর জন্য আগের শুনানিতেই আইনজীবীর ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি বেলা এম ত্রিবেদির এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই জামিন পান মানিক-পুত্র।

প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে শৌভিক ভট্টাচার্যকেও হেফাজতে পায় ইডি। কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, শতরূপা কিংবা শৌভিক, কাউকেই ইডি গ্রেফতার করেনি। তাঁদের সমন পাঠানো হয়েছিল ইডির তরফে।

এরপরই তাঁরা নিম্ন আদালতে গিয়ে আত্মসমপর্ণ করেন। এরপর বিচারকের নির্দেশে জেল হেফাজতে যান মা ও ছেলে। এরপরই জামিনের আবেদন করেন তাঁরা। গত অগস্টে শতরূপাকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার জামিন পেলেন শৌভিক।

Next Article