MILAN 2024: ঘুম উড়ছে চিনের, বঙ্গোপসাগরে ৫০ দেশের নৌবাহিনীর নেতৃত্বে ভারত

Feb 16, 2024 | 1:27 PM

MILAN 2024: ৫০ দেশের নৌবাহিনী নিয়ে নৌমহড়া দিতে চলেছে ভারতীয় নৌসেনা। যার নাম, 'মিলন ২০২৪'। এই মহড়ার মধ্য দিয়েই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে চিনের প্রভাবমুক্ত রাখার বার্তা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ১৯ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহড়া। ভারতের জোড়া বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত এই অনুশীলনের নেতৃত্ব দেবে।

MILAN 2024: ঘুম উড়ছে চিনের, বঙ্গোপসাগরে ৫০ দেশের নৌবাহিনীর নেতৃত্বে ভারত
বিশাখাপত্তনমে শুরু হচ্ছে মিলন ২০২৪
Image Credit source: Twitter

Follow Us

বিশাখাপত্তনম: চিনের দিকে সতর্ক নজর রেখেই, ৫০টি দেশের নৌবাহিনী নিয়ে বঙ্গোপসাগর দাপাতে চলেছে ভারতীয় নৌবাহিনীর দুই এয়ারক্রাফ্ট কেরিয়ার – আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা হুমকি ক্রমশ বাড়ছে। এই অবস্থায়, ৫০ দেশের নৌবাহিনী নিয়ে নৌমহড়া দিতে চলেছে ভারতীয় নৌসেনা। যার নাম, ‘মিলন ২০২৪’। এই মহড়ার মধ্য দিয়েই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে চিনের প্রভাবমুক্ত রাখার বার্তা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ১৯ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহড়া। ভারতের জোড়া বিমানবাহী রণতরী, আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত ছাড়াও, আরও অন্তত ২০ যুদ্ধজাহাজ, পি-৮আই-এর মতো সমুদ্রে টহলদারির বিমান এবং বেশ কিছু সাবমেরিনগুলি এই মহড়ায় অংশ নেবে।

কোয়াড গোষ্ঠীর সদস্যরা, অর্থাৎ, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া তো এই মহরায় অংশ নেবেই। এছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের নৌবাহিনী সামুদ্রিক মহড়ায় অংশ নেবে। ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার নৌবাহিনীও এই মহড়ায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। সমুদ্র যুদ্ধের কৌশল, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা, সাবমেরিন-রোধী যুদ্ধ এবং সমুদ্র থেকে ভূপৃষ্ঠে অভিযান চালানোর মহড়া দেবে নৌবাহিনীগুলি। এছাড়া, এই মহড়ায় ‘হারবার ফেজ’ নামে একটি আন্তর্জাতিক সেমিনার, কুচকাওয়াজ, মেরিটাইম টেক এক্সিবিশন, এক্সপার্ট এক্সচেঞ্জ, ইয়ং অফিসারদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

মহড়ার লক্ষ্য, এই অঞ্চলের বন্ধুত্বপূর্ণ দেশগুলির নৌবাহিনীগুলির মধ্যে সমন্বয় সাধন করা। এছাড়া, ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলকে চিনের আগ্রাসন মুক্ত রাখা এবং এই অঞ্চল দিয়ে যাতে অবাধে বাণিজ্য চলে, তা নিশ্চিত করারও লক্ষ্য নেওয়া হয়েছে। আসলে গত কয়েক বছর ধরে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পেশী প্রদর্শন করে চলেছে বেজিং। পূর্ব ও দক্ষিণ চিন সাগরে তারা সরাসরি জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে। ফিলিপাইন্স এবং তাইওয়ানের সঙ্গেও চিনের কূটনৈতিক উত্তেজনা ক্রমে বাড়ছে। ভারত, সাগরে সরাসরি চিনের সঙ্গে সংঘর্ষে না জড়ালেও, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে চলেছে।

১৯৯৫ সালে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড – মাত্র চারটি দেশ শুরু করেছিল মিলান সামুদ্রিক মহড়া। যতদিন গিয়েছে, ততই বহরে বেড়েছে এই মহড়া। ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও মিলান অনুশীলনের ১১তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। ফ্রান্স, মায়ানমার, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের সঙ্গে কোয়াড গোষ্ঠীর দেশগুলির যুদ্ধজাহাজ এই মহড়ায় অংশ নিয়েছিল। রাশিয়া, ইরান, ইজরায়েল, সৌদি আরব-সহ আরও বেশ কয়েকটি দেশ মহড়ায় অংশ নিয়েছিল কোনও জাহাজ ছাড়াই। সব মিলিয়ে ৩৯টি দেশ অংশ নিয়েছিল মহড়ায়।

Next Article