Recruitment Scam: সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগ, বেকার যুবদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র দেরাদুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 09, 2023 | 11:36 PM

পুলিশ বিক্ষোভ তুলতে গেলে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।

Recruitment Scam: সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগ, বেকার যুবদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র দেরাদুন
বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে উত্তাল দেরাদুন।

Follow Us

দেরাদুন: সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে এবার তোলপাড়  BJP শাসিত রাজ্য উত্তরাখণ্ড (Uttarakhand)।‌ সরকারি চাকরি নিয়োগে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় দেরাদুনের গান্ধী পার্ক এলাকায় বিক্ষোভ দেখায় একদল বেকার যুবক। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

মূলত রাজ্য স্টাফ সিলেকশন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরির নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলেই এদিন সন্ধ্যায় দেরাদুনের গান্ধী পার্ক এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয় বেকার যুবকেরা। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

প্রসঙ্গত, গত বছর উত্তরাখণ্ড সরকারের পুলিশ, সচিব এবং ক্লার্ক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। এই ঘটনায় গত বছরে উত্তরাখণ্ড বিধানসভায় সিবিআই তদন্তের দাবি তুলেছিল কংগ্রেস। স্টাফ সিলেকশন কমিশন সহ বিভিন্ন সরকারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সরব হয় কংগ্রেস নেতৃত্ব। গোটা বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করার আশ্বাস দিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, সরকার অধীনস্থ কোনও কমিশন যদি চাকরি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে অভিযুক্ত থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারপর গত আগস্টে বেনিয়মের অভিযোগ ওঠা সমস্ত পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নিয়ে কর্মী নিয়োগের নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি। উত্তরাখন্ড স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় বেনিয়মের অভিযোগে ২০ জনকে গ্রেফতারও করে ধামির পুলিশ। কিন্তু তারপরেও যে সমস্যার সমাধান হয়নি, বেকার যুবকদের ক্ষোভ প্রশমিত হয়নি, তা এদিনের ঘটনাতেই স্পষ্ট।

Next Article