খোদ পুলিশই কি না এই ফাঁদে পড়ল! রাতে তল্লাশিতে বেরিয়ে কেলেঙ্কারি কাণ্ড, জুটল বেধড়ক মার…

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 09, 2025 | 1:19 PM

Google Map Mishap: রাতের অন্ধকারে গাড়ি ঢুকতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সেই সন্দেহ আরও বাড়িয়ে দেয় পোশাক। গোপন তল্লাশি অভিযান হওয়ায় ১৬ সদস্যের মধ্যে মাত্র ৩ জন পুলিশ ইউনিফর্মে ছিলেন। বাকিরা সবাই সাদা পোশাক বা সিভিল ড্রেসে ছিলেন। পুলিশ পরিচয় দেওয়া সত্ত্বেও কেউ বিশ্বাস করেনি।

খোদ পুলিশই কি না এই ফাঁদে পড়ল! রাতে তল্লাশিতে বেরিয়ে কেলেঙ্কারি কাণ্ড, জুটল বেধড়ক মার...
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

গুয়াহাটি: রাত-বিরেতে তল্লাশি অভিযানে বেরিয়েছিল পুলিশের বিরাট টিম। রাস্তাটা ঠিক চেনা চেনা ঠেকছিল না, তাই গুগল ম্যাপ অন করেছিলেন। সেই ম্যাপের ভরসায় বেরিয়ে এমন জায়গায় পৌঁছল পুলিশের টিম যে তাদের কপালেই জুটল বেধড়ক মার।

অসম পুলিশের ১৬ সদস্যের দল মঙ্গলবার রাতে অভিযানে বেরিয়েছিল। পথ চিনতে অন করেছিলেন গুগল ম্যাপ। সেই ম্যাপ দেখিয়েছিল চা বাগানের রাস্তা। কিন্তু সেটা যে অসমে নয়, তা কোথাও উল্লেখ ছিল না। গুগল ম্যাপ অনুসরণ করেই ভুলবশত পড়শি রাজ্য নাগাল্যান্ডে ঢুকে পড়ে পুলিশ বাহিনী। পৌঁছয় মোকোকচুং জেলায়।

রাতের অন্ধকারে গাড়ি ঢুকতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সেই সন্দেহ আরও বাড়িয়ে দেয় পোশাক। গোপন তল্লাশি অভিযান হওয়ায় ১৬ সদস্যের মধ্যে মাত্র ৩ জন পুলিশ ইউনিফর্মে ছিলেন। বাকিরা সবাই সাদা পোশাক বা সিভিল ড্রেসে ছিলেন। এতেই আরও সন্দেহ হয়। নিজেদের পুলিশ পরিচয় দেওয়া সত্ত্বেও কেউ বিশ্বাস করেনি। উল্টে সীমান্ত টপকে দুষ্কৃতী ঢুকেছে ভেবে এলাকাবাসীরা বেধড়ক মারধর করে ওই পুলিশকর্মীদের। কেড়ে নেওয়া হয় বন্দুক।

সারা রাত বন্দি থাকেন পুলিশকর্মীরা। পরেরদিন ভোরে নাগাল্যান্ড পুলিশে খবর গেলে, তারা ছুটে আসেন। অসম পুলিশ থেকেও যোগাযোগ করা হয়। নাগাল্যান্ড পুলিশ গিয়ে উদ্ধার করেন অসম পুলিশের ১৬ জন সদস্যকে।

Next Article