
১ মিলিয়ন ডলারের অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। করতে হবে শুধু একটা কাজ। আরও ভালভাবে বলতে গেলে, পড়তে হবে একটি লেখনী। তা পড়লেই রহস্য উদঘাটন হবে ৫০০০ বছর পুরনো সভ্যতার। আর সেই কাজে সফল হলেই মুখ্যমন্ত্রী দেবেন কড়কড়ে সাড়ে ৬ কোটি টাকা। কী সেই লেখনী? তামিলনাড়ুর কিরিডিতে উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক সাইটে মেলা বিভিন্ন হরফ। ইতিহাসের পাতায় লুকিয়ে রয়েছে নানা অজানা কাহিনি। মানব সভ্যতার শুরুর সময় থেকে আধুনিক যুগ, প্রতিটি পাতায় লেখা নানা গল্প। তবে ইতিহাসের বইয়ে এমন কয়েকটি পাতাও রয়েছে, যা সাধারণ মানুষের কাছে আজও দুর্বোধ্য় রয়ে গিয়েছে। এমনই এক পাতা হল সিন্ধু সভ্যতা। প্রাচীন এই সভ্যতাকে অন্যতম আধুনিক সভ্যতা বলেই মনে করা হয়। তাদের নগরায়নের পরিকল্পনা থেকে নিকাশি ব্যবস্থা, বাণিজ্যপথ আজকের আধুনিক আর্কিটেকচারকেও হার মানিয়ে দেয়। তবে সিন্ধু সভ্যতার এই আধুনিকতার পিছনের কারণ রহস্যই রয়ে...