নয়া দিল্লি: আজ, ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী দিল্লি সহ দেশের প্রতিটি রাজ্যে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। প্রতি বছরের মতো এ বছরও, বৃহস্পতিবার সকালে লালকেল্লায় ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। অন্যদিকে কর্তব্যপথে যে কুচকাওয়াজ হবে, তাতে দর্শক হিসাবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লি। আজ সকাল সাড়ে ১০টায় দিল্লির বিজয় চক থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। লালকেল্লা হয়ে তা শেষ হবে কর্তব্যপথে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য দিল্লি পুলিশের তরফে ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের বীর জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে তিনি লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কর্তব্যপথের কুচকাওয়াজ অনুষ্ঠানেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি। বুধবার তিনি ভারতের মাটিতে পা রাখেন। বুধবার তাঁকে দেশে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইট করে লেখেন, “প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসিকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাই। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আপনার সামিল হওয়া সকল ভারতীয়ের কাছে অত্যন্ত খুশির খবর। আপনার সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী।”
এ দিন মিশরের প্রেসিডেন্ট সিসি সকালে প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়েরও। আগামী ২৭ জানুয়ারি তিনি মিশরে ফিরে যাবেন।