দুর্ঘটনাস্থলেই ফের নামল ধস, লাগাতার পাথর বৃষ্টিতে ১ ঘণ্টারও বেশি সময় ধরে থমকে উদ্ধারকার্য

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 12, 2021 | 1:36 PM

বেলা সাড়ে ১১টা নাগাদ ফের ধস নামে ওই জায়গায়। কাজ বন্ধ করে দিতে বাধ্য হন আইটিবিপি ও সেনা জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদেরও ঘটনাস্থান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ করতে শোনা যায়।

দুর্ঘটনাস্থলেই ফের নামল ধস, লাগাতার পাথর বৃষ্টিতে ১ ঘণ্টারও বেশি সময় ধরে থমকে উদ্ধারকার্য
খাদ থেকে দেহ উদ্ধার করে আনা হচ্ছে। ছবি:PTI

Follow Us

কিন্নর: ফের ধস নামল হিমাচলের কিন্নরে (Kinnaur)। ধসের জেরে আটকে গেল উদ্ধারকার্য। বিগত এক ঘণ্টা ধরে আটকে রয়েছে উদ্ধারকার্য, এমনটাই জানানো হয়েছে আইটিবিপি (ITBP) সূত্রে।

বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ হিমাচলের কিন্নর জেলার নেইগাল সারিতে ধস নামে। আটকে পড়ে হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। ধসের খবর পেতেই উদ্ধারকার্যে নামে পুলিশ ও রাজ্য় বিপর্যয় মোকাবিলা দফতর। পরে সেনাবাহিনী, আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরেও খবর দেওয়া হয়। গতকাল দুপুর থেকেই শুরু হয় উদ্ধারকার্য।

বেলা গড়াতেই একে একে মৃতদেহ উদ্ধার শুরু হয়। গতকাল মোট ১১টি দেহ উদ্ধার করা হয়। আইটিবিপির তরফে জানানো হয়, ধসের জেরে বাসের অর্ধেক অংশ নিখোঁজ হয়ে গিয়েছে। বাস ও পাথর চাপা পড়া গাড়ি মিলিয়ে কমপক্ষে ২৫ থেকে ৩০জন আটকে রয়েছে বলে সন্দেহ। এ দিন ভোরে উদ্ধারকার্য শুরু হতেই খোঁজ মেলে বাসটির। রাস্তা থেকে ৫০০ মিটার নীচে ও সুতলেজ নদী থেকে ২০০ মিটার উপরে আটকে থাকতে দেখা যায় বাসের অর্ধেক অংশ। বাসটি নীচে পড়ে যাওয়া এবং তার উপর প্রচুর সংখ্যক বোল্ডার এসে পড়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ওই বাসের ভিতর আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন উদ্ধারকারী দল।

এরই মধ্যে বেলা সাড়ে ১১টা নাগাদ ফের ধস নামে ওই জায়গায়। কাজ বন্ধ করে দিতে বাধ্য হন আইটিবিপি ও সেনা জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদেরও ঘটনাস্থান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ করতে শোনা যায়। পাহাড় থেকে পাথর বৃষ্টি বন্ধ হলেই পুনরায় উদ্ধারকার্য শুরু করা সম্ভব হবে বলে জানায় উদ্ধারকারী দল।

অন্যদিকে,  ধস কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন (aerial survey) করতে যান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Jairam Thakur)। গতকালই তাঁর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দুজনেই পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আরও পড়ুন: দূরত্ব বাড়ছে! দিল্লিতে থেকেও বিরোধীদের বিক্ষোভে ফের গরহাজির তৃণমূল

Next Article