RBI Threat Call: গুরুগম্ভীর গলায় ওপ্রান্ত থেকে বলল, ‘লস্কর-ই-তৈবার CEO বলছি’, তারপরই হইচই পড়ে গেল রিজার্ভ ব্যাঙ্কে

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 17, 2024 | 11:17 AM

Threat Call: কে বলছেন, এই প্রশ্ন করতেই উড়ো ফোন করা ব্যক্তি গম্ভীর গলায় বলেন, লস্কর-ই-তৈবার সিইও বলছেন। এরপর নাকি গানও গায় ওই হুমকি দেওয়া ব্যক্তি।

RBI Threat Call: গুরুগম্ভীর গলায় ওপ্রান্ত থেকে বলল, লস্কর-ই-তৈবার CEO বলছি, তারপরই হইচই পড়ে গেল রিজার্ভ ব্যাঙ্কে
ফাইল চিত্র।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই উড়িয়ে দেওয়ার হুমকি! ট্রেন, বিমানের পর এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্ক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। তাও আবার নাকি লস্কর-ই-তৈবার তরফ থেকে। সূত্রের খবর, লস্কর-ই-তৈবার সিইও নামে উড়ো ফোন আসে। ফোনের ওপ্রান্ত থেকে বলা হয়, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে উড়্য়ে দেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাস্টমার কেয়ারে ফোন আসে। ও প্রান্ত থেকে বলা হয়, বোমা মেরে রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়া হবে। কে বলছেন, এই প্রশ্ন করতেই উড়ো ফোন করা ব্যক্তি গম্ভীর গলায় বলেন, লস্কর-ই-তৈবার সিইও বলছেন। এরপর নাকি গানও গায় ওই হুমকি দেওয়া ব্যক্তি।

এই হুমকি ফোন পাওয়ার পরই মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কোথা থেকে উড়ো ফোনটি এসেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বই হামলার পিছনেও ছিল নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবা। সম্প্রতি দেশের একাধিক এয়ারলাইন্সের বিমানে বোমা রাখার ভুয়ো হুমকি দেওয়া হয়েছে। ট্রেন, রেলস্টেশনও উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা এসেছিল।

Next Article