Rohit Pawar: ম্যাক্সের ডবল সেঞ্চুরি ও বৃষ্টিভেজা শরদ – ছবি দিয়ে কী বোঝালেন রোহিত?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 08, 2023 | 2:37 PM

Rohit Pawar x post: অজিত তাঁর সঙ্গ ছাড়লেও, সঙ্গে রয়েছেন নাতি রোহিত পওয়ার। শরদ পওয়ারকে, আফগানিস্তান ম্যাচের মহাকাব্যিক গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে তুলনা করলেন তিনি। তিনি বলেছেন, ম্যাক্সওয়েল যেমন হ্যামস্ট্রিংয়ের চোট সহ্য করে, কার্যত এক পায়ে খেলে একার হাতে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছেন, শরদ পওয়ারও তেমনই অজিত-ধাক্কা সামলে লড়াই চালিয়ে যাচ্ছেন।

Rohit Pawar: ম্যাক্সের ডবল সেঞ্চুরি ও বৃষ্টিভেজা শরদ - ছবি দিয়ে কী বোঝালেন রোহিত?
রাজনীতির ময়দানে শরদ পওয়ার লড়ছেন ম্যাক্সওয়েলের মতোই, দাবি নাতির
Image Credit source: Twitter / Rohit Pawar

Follow Us

মুম্বই: শরদ পওয়ারের সঙ্গ ছেড়েছেন ভরসার ভাইপো অজিত পওয়ার। এনসিপি ভেঙে বেশ কয়েকজন বিধায়ক-সাংসদ নিয়ে তিনি যোগ দিয়েছেন বিজেপি ও শিবসেনা (একনাথ শিন্ডে) শিবিরে। এরপর রাজ্য জুড়ে সফর করছেন শরদ পওয়ার। তাঁর পক্ষে প্রায় ১৫ জন এনসিপি বিধায়ক রয়েছেন বলে খবর। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শরদ পওয়ার গোষ্ঠীর পারফরম্যান্স সন্তোষজনক বলা চলে। তবে, সামনে আসছে লোকসভা নির্বাচন। তার আগে দল গোছানো শরদের বড় পরীক্ষা। এই প্রেক্ষাপটে অজিত তাঁর সঙ্গ ছাড়লেও, সঙ্গে রয়েছেন নাতি রোহিত পওয়ার। শরদ পওয়ারকে, আফগানিস্তান ম্যাচের মহাকাব্যিক গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে তুলনা করলেন তিনি। তিনি বলেছেন, ম্যাক্সওয়েল যেমন হ্যামস্ট্রিংয়ের চোট সহ্য করে, কার্যত এক পায়ে খেলে একার হাতে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছেন, শরদ পওয়ারও তেমনই অজিত-ধাক্কা সামলে লড়াই চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবারের আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ম্যাচের পর, পাড়ার চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্র আলোচনায় একটিই নাম – গ্লেন ম্যাক্সওয়েল। রোহিত পওয়ারও আহত ম্যাক্সওয়েলের ম্যাচ জেতানোর একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে, শুধু ম্যাক্সওয়েলের ছবি নয়, সঙ্গে এনসিপি প্রধান শরদ পওয়ারেরও একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে শরদ পওয়ারকে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি মাথায় করে জনসভায় বক্তৃতা দিতে। ছবিটি শরদ পওয়ারের রাজ্য পরিক্রমার সময়ে সাতারার এক জনসভার ছবি সেটি।

এই ছবির সঙ্গে রোহিত পওয়ার মারাঠা ভাষায় লিখেছেন, “পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন…ময়দানে একজন ‘যোদ্ধা’ আহত হলেও তাঁকে বেদনাকে কবর দিয়ে হাসিমুখে লড়তে হয়। শুধু লড়াই করলেই হয় না, তাকে দারুণভআবে জিততেও হয়…এই সময়ে, পরিস্থিতি অবশ্যই সমর্থন করে…সে ময়দান ক্রিকেটের হোক, কিংবা রাজনীতির! গতকাল গ্লেন ম্যাক্সওয়েল এটা দেখিয়ে দিয়েছেন …।” এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর এই যুব নেতা সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সক্রিয়।রাজ্য রাজনীতি হোক বা ছাত্র-যুবদের ইস্যু, প্রতিনিয়ত তিনি সোশ্যাল মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরেন। রোহিত পওয়ারের এই দিনের পোস্টটি নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।


শরদ পওয়ারের পাশাপাশি, রোহিত পওয়ারও দলকে মজবুত করতে গোটা রাজ্যে যাত্রা করছেন। তবে, মারাঠা সংরক্ষণের দাবিতে রাজ্য জুড়ে হিংসা ছড়িয়ে পড়ায়, তাঁকে আপাতত তাঁর যুব সংগ্রাম যাত্রা স্থগিত রাখতে হয়েছে। তবে, রোহিত খুব শিগগিরই ফের সেই যাত্রা শুরু করতে চান। এর জন্য বুধবারই তিনি তাঁর সংগঠনের কর্মীদের সঙ্গে আলোচনা করবেন। সূত্রের খবর, রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন এই যাত্রা সরাসরি বিধানসভায় হানা দিতে পারে। শিগগিরই এই যাত্রার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

Next Article