Mohan Bhagwat: রাম যন্ত্রম রথযাত্রার প্রস্তুতি দেখতে হাজির মোহন ভগবত, আশীর্বাদ নিলেন মা কাঞ্চী কামাক্ষীর

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 13, 2024 | 3:06 PM

RSS: নাগপুরে রাম যন্ত্রম রথযাত্রার আয়োজন দেখতে যান আরএসএস কর্তা মোহন ভগবত। সেখানে তিনি রাম যন্ত্রম এবং শ্রী মহা নারায়ণ দিব্য রুদ্র সংহিতা শত সহস্র চণ্ডী বিশ্ব শান্তি মহাযজ্ঞের প্রস্তুতিও পর্যালোচনা করেন।

Mohan Bhagwat: রাম যন্ত্রম রথযাত্রার প্রস্তুতি দেখতে হাজির মোহন ভগবত, আশীর্বাদ নিলেন মা কাঞ্চী কামাক্ষীর
মোহন ভগবত।
Image Credit source: X

Follow Us

নাগপুর: তুঙ্গে রাম যন্ত্রম রথযাত্রার প্রস্তুতি। আয়োজন দেখতে নাগপুরে গেলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভগবত। সেখানে তিনি মা কাঞ্চী কামাক্ষী ও ভগবান শ্রী রামের কাছে আশীর্বাদ চান।

নাগপুরে রাম যন্ত্রম রথযাত্রার আয়োজন দেখতে যান আরএসএস কর্তা মোহন ভগবত। সেখানে তিনি রাম যন্ত্রম এবং শ্রী মহা নারায়ণ দিব্য রুদ্র সংহিতা শত সহস্র চণ্ডী বিশ্ব শান্তি মহাযজ্ঞের প্রস্তুতিও পর্যালোচনা করেন। সহস্র চণ্ডী মহা যজ্ঞ কমিটির প্রধান সমন্বয়কারী ডিএসএন মূর্তি রাম যন্ত্রম রথযাত্রায় মোহন ভগবতকে ধন্যবাদ জানান অংশগ্রহণের জন্য।

ডিএসএন মূর্তি বলেছেন যে আরএসএস কর্তা মোহন ভগবত মহাযজ্ঞের সফল আয়োজন এবং অযোধ্যা রাম মন্দিরে রাম যন্ত্রম স্থাপনের জন্য পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। তিনি যজ্ঞের ৪৫ দিন অযোধ্যায় উপস্থিত থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।

প্রসঙ্গত, সনাতন ধর্ম, বিশ্ব শান্তি এবং সার্বজনীন কল্যাণের উদ্দেশ্যে ৪৫ দিনের বিশাল আধ্যাত্মিক মহাযজ্ঞের আয়োজন করা হচ্ছে। এই যজ্ঞের মাধ্যমে সমগ্র বিশ্বের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হচ্ছে। ভগবান রুদ্র ও দেবী চণ্ডীর আশীর্বাদের জন্য এই যজ্ঞ হবে।  দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২০০ টিরও বেশি বৈদিক রীতি অনুসরণ করে যজ্ঞ করা হবে।

Next Article
দু’দিন আগেই কেমো নিয়েছিল মা, সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে কুপিয়ে ক্ষতবিক্ষত করল রোগীর ছেলে!
Pinaka: ‘শিবের ধনুকে’ থরথরিয়ে কাঁপে শত্রুরা, কেন ভারতের এই অস্ত্র কিনতে এত কাড়াকাড়ি?