Russian President Vladimir Putin: ভারতে আসছেন পুতিন, কী বলছে মস্কো?

Nov 19, 2024 | 5:24 PM

Russian President Vladimir Putin: ব্রিকস সম্মেলনে যোগ দিতে গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাজানে গিয়েছিলেন। সম্মেলনের ফাঁকে মোদী ও পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করেন। তার আগে গত জুলাইয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সফরে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী।

Russian President Vladimir Putin: ভারতে আসছেন পুতিন, কী বলছে মস্কো?
ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী

Follow Us

মস্কো ও নয়াদিল্লি: খুব শ্রীঘ্রই ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর তরফে একথা জানানো হয়েছে। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের সূচি খুব শীঘ্র ঘোষণা করা হবে। সূত্রের খবর, আগামী বছর ভারতে আসতে পারেন পুতিন।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাজানে গিয়েছিলেন। সম্মেলনের ফাঁকে মোদী ও পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করেন। তার আগে গত জুলাইয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সফরে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী। দিমিত্রি পেসকভ বলেন, “প্রধানমন্ত্রী মোদীর দুটি সফরের পর এখন আমাদের প্রেসিডেন্ট ভারত সফরে যাবেন। এই নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

গত বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলেছে। ইউক্রেনের উপর হামলায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিসি-র রোম আইন অনুসারে, কোনও ব্যক্তির বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলে, ওই ব্যক্তি যে দেশে পা রাখবেন সেখানে তাঁকে গ্রেফতার করতে হবে। আইসিসি-র সমস্ত সদস্য দেশকে এই নির্দেশ পালন করতে হবে।

এই খবরটিও পড়ুন

ভারত অবশ্য আইসিসি-র সদস্য দেশ নয়। রোম আইনে স্বাক্ষর করেনি নয়াদিল্লি। ফলে পুতিন ভারতে এলে তাঁকে আইসিসি-র নির্দেশ মেনে গ্রেফতার করা হবে না। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভোটদান থেকেও একাধিকবার বিরত থেকেছে ভারত। আমেরিকার নেতৃত্বে পশ্চিমী দেশগুলির হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনেছে ভারত। সবমিলিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মজবুত। এই পরিস্থিতিতে ভারতে আসতে চলেছেন পুতিন।

 

Next Article