Duologue with Barun Das : ১১২ ফুটের আদিযোগী মূর্তির বিশেষত্ব একান্ত সাক্ষাৎকারে জানালেন সদগুরু

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 19, 2023 | 12:35 PM

Sadhguru Jaggi Vasudev: তামিলনাড়ু কোয়েম্বাটোরে রয়েছে ১১২ ফুট উচ্চ শিবের মূর্তি। সেই মূর্তি জীবনের কোন বিষয়ে আলোকপাত করে, পথ দেখায় তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন সদগুরু।

Duologue with Barun Das : ১১২ ফুটের আদিযোগী মূর্তির বিশেষত্ব একান্ত সাক্ষাৎকারে জানালেন সদগুরু
সদগুরুর মুখোমুখি বরুণ দাস।

Follow Us

কোয়েম্বাটোর: ইশা যোগ সেন্টারে শনিবার ধুমধাম করে পালিত হয়েছে মহাশিবরাত্রির অনুষ্ঠান। শিবরাত্রির আগে সদগুরু জাগ্গি বাসুদেব (Sadhguru Jaggi Vasudev) মুখোমুখি হয়েছিলেন টিভি৯ নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাসের। সেই একান্ত আলাপচরিতায় (Duologue with Barun Das) বিভিন্ন বিষয় আলোচনা করেছেন সদগুরু। সেখানেই উঠে এসেছে আদিযোগী মূর্তির মাহাত্য। তামিলনাড়ু কোয়েম্বাটোরে রয়েছে ১১২ ফুট উচ্চ শিবের মূর্তি। সেই মূর্তি জীবনের কোন বিষয়ে আলোকপাত করে, পথ দেখায় তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন সদগুরু। জীবনে কোনও কাজ করতে গেলে উদ্দীপনা, স্থিরতার মতো যে সমস্ত গুণ প্রয়োজন, তা আদিযোগী মূর্তির মাধ্যমে নিরন্তর প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন সদগুরু।

‘ডায়ালগ ইউথ বরুণ দাস’ অনুষ্ঠানে সদগুরু জানিয়েছেন আদিযোগী মূর্তির কিছু বৈশিষ্ট্যের কথা। উদ্দীপনা এবং স্থিরতা এর থেকে শিক্ষনীয়। এ বিষয়ে সদগুরু বলেছেন, “কোনও কিছু করতে চাইলে আপনার মধ্যে সেই কাজ নিয়ে উদ্দীপনা থাকা জরুরি।” উদ্দীপনা (exuberance)কে তিনি প্যাশনের থেকে আলাদা করেছেন। এ ব্যাপারে বলেছেন, “যখন আপনি ছোট ছিলেন তখন আপরি কোনও ব্যাপারে প্যাশনেট ছিলেন না। কিন্তু বিভিন্ন ব্যাপারে আপনার উদ্দীপনা কাজ করত। কোনও ব্যাপারে প্যাশন থাকার অর্থ সেই ব্যাপারের সঙ্গে আপনি জড়িত। কিন্তু এ ক্ষেত্রে তা নয়।” বিজ্ঞানীরাও এই উদ্দীপনার বিষয় নিয়ে কোষস্তরেও গবেষণা চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

উদ্দীপনার পাশাপাশি স্থিরতার কথাও জানিয়েছেন সদগুরু। তিনি জানিয়েছেন, এই স্থিরতা ছাড়া উদ্দীপনা বিঘ্নিত হয়। নির্দিষ্ট সময় অন্তর এর স্থিতি নষ্ট হয়। এর পাশাপাশি ইনটক্সিকেশনের বিষয়টিও উঠে এসেছে সদগুরুর কথায়। এ নিয়ে তিনি বলেছেন, “বর্তমানে নেশা বলতে লোকে মদ বা মাদক বোঝে। এটাই সমস্যা। যদিও এ নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু তা যখন আপনার সতেচনতাকে নষ্ট করে তা নিয়ে আমার সমস্যা রয়েছে।”

টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসও সম্প্রতি সাধগুরুর সঙ্গে মহা শিবরাত্রির উদযাপন নিয়ে আলোচনা করেন। নিউজ় নাইন প্লাসে ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’ অনুষ্ঠানে তিনি আধ্যাত্মিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে সাধগুরুর এই গোটা সাক্ষাৎকার মোট তিনটি পর্ব রয়েছে। গোটা সাক্ষাৎকারই আপনারা দেখতে পেয়ে যাবেন নিউজ় নাইন প্লাস অ্যাপে (news9plus.onelink.me/gGJb/szjfzwft)। নিউজ় নাইন প্লাস হল বিশ্বের প্রথম খবরের ওটিটি প্লাটফর্ম।

Next Article