Sam Pitroda: সবটাই কি আই-ওয়াশ! ভোট মিটতেই আবার পদে ফিরলেন স্যাম পিত্রোদা

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 27, 2024 | 8:53 AM

Sam Pitroda: লোকসভা নির্বাচন চলাকালীনই স্যাম পিত্রোদা বলেছিলেন যে পূর্ব ভারতীয়দের চিনাদের মতো দেখতে, দক্ষিণ ভারতীয়দের আফ্রিকানজের মতো দেখতে। তাঁর এই মন্তব্য় ঘিরেই তীব্র বিতর্ক শুরু হয়। চাপের মুখে পড়ে পিত্রোদা নিজেই ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন।

Sam Pitroda: সবটাই কি আই-ওয়াশ! ভোট মিটতেই আবার পদে ফিরলেন স্যাম পিত্রোদা
স্যাম পিত্রোদা।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের মাঝেই ভারতীয়দের চেহারা নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন স্যাম পিত্রোদা।  মুখ পুড়েছিল কংগ্রেসের। বিতর্ক এড়াতেই তড়িঘড়ি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন স্যাম পিত্রোদা। ভোট মিটতে না মিটতেই কামব্যাক পিত্রোদা। কংগ্রেসের তরফে ফের পুরনো পদেই নিয়োগ করা হল স্যাম পিত্রোদাকে।

লোকসভা নির্বাচন চলাকালীনই স্যাম পিত্রোদা বলেছিলেন যে পূর্ব ভারতীয়দের চিনাদের মতো দেখতে, দক্ষিণ ভারতীয়দের আফ্রিকানজের মতো দেখতে। তাঁর এই মন্তব্য় ঘিরেই তীব্র বিতর্ক শুরু হয়। চাপের মুখে পড়ে পিত্রোদা নিজেই ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এমনটাই জানিয়েছিলেন জয়রাম রমেশ।

ভোট মিটতেই গতকাল জানা যায়, ফের ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হচ্ছে স্য়াম পিত্রোদাকে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বিবৃতি জারি করে এই কথা জানান।

এদিকে, পুরনো পদে ফেরার পরই স্যাম পিত্রোদা একটি সাক্ষাৎকারে জানিয়েছেনন যে তিনি পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজনৈতিক স্বার্থপূরণের জন্য তাঁর বক্তব্যকে বিকৃত করছিলেন।

Next Article