রামপুর: সাংসদ তথা উত্তর প্রদেশের কুখ্যাত মাফিয়া আতিক আহমেদের মৃত্যুর রেশ এখনও কাটেনি। পুলিশি হেফাজতেই আততায়ীদের গুলিতে মৃত্যু হয় আতিক ও তাঁর ভাইয়ের। আতিকের মতো তাঁকেও খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন সমাজবাদী পার্টির সিনিয়র নেতা আজম খান। উত্তর প্রদেশের রামপুরের পুরনির্বাচনের প্রচারে গিয়েছিলেন আজম খান। সেখানেই এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নির্বাচনী প্রচারে গিয়ে সমাজবাদী পার্টির এই নেতা বলেছেন, “আমার ও আমার সন্তানদের থেকে কী চান? কেউ এসে আমাদের মাথায় গুলি করে দিক? আইনকে বাঁচান। সাহস সঞ্চয় করুন। যেখানে বাধা পাবেন সেখান থেকে পিছিয়ে যাবেন না। এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।”
২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মন্তব্য করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন আজম খান। আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশও দিয়েছে। এর জেরে জনপ্রতিনিধিত্ব গিয়েছে তাঁর। এ নিয়ে আজম বলেছেন, “আমরা আমাদের ভোট দেব। এটা জন্মগত অধিকার। কিন্তু সেই অধিকার আমাদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। দুবার তা কেড়ে নেওয়া হয়েছে। তৃতীয় বার কেড়ে নিলে শ্বাস নেওয়ার অধিকারও থাকবে না।”
রামপুর পুরসভায় সমাজবাদী পার্টির হয়ে লড়ছেন ফতিমা জাবি। তাঁর হয়েই এ দিন প্রচারে গিয়েছিলেন আজম খান। সেই প্রচারের সময় তিনি বলেছেন, “যাঁরা আজ বলছেন পুরসভা চুক্তির দ্বারা চলছে। তাঁরা গোটা দেশকে চুক্তির মুখে দাঁড় করিয়েছেন। লাল কেল্লা, বিমানবন্দর বিক্রি করে দিয়েছেন। বন্দর, রেল বিক্রি করে দিয়েছেন। বাকি কী পড়ে থাকল?” এই রামপুর থেক গত বিধানসভা নির্বাচনে জিতেছিলেন আজম খান। কিন্তু যোগী আদিত্যনাথকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে আদালত তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে। এর জেরে তাঁর বিধায়ক পদ বাতিল হয়েছে।