Sanjay Raut: ‘২০০০ কোটি টাকার চুক্তি’, রাউতের বিস্ফোরক অভিযোগে জমে গেল ‘আসল শিবসেনা’ নাটক

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Feb 19, 2023 | 1:52 PM

Sanjay Raut's allegation: কারা 'আসল শিবসেনা', এই নিয়ে দলের দুই গোষ্ঠীর তীব্র লড়াইয়ের মধ্যে বিস্ফোরক দাবি করলেন উদ্ধব শিবিরের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। শিগগিরই প্রমাণ দেবেন বলে জানিয়েছেন তিনি।

Sanjay Raut: ২০০০ কোটি টাকার চুক্তি, রাউতের বিস্ফোরক অভিযোগে জমে গেল আসল শিবসেনা নাটক
বিস্ফোরক দাবি উদ্ধব শিবিরের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউতের

Follow Us

মুম্বই: কারা ‘আসল শিবসেনা’, এই নিয়ে দলের দুই গোষ্ঠীর তীব্র লড়াইয়ের মধ্যে বিস্ফোরক দাবি করলেন উদ্ধব শিবিরের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি, শিবসেনা দলের নাম এবং বিখ্যাত তীর-ধনুক প্রতীক কেনার জন্য ২০০০ কোটি টাকার চুক্তি হয়েছে। রাজ্যসভার সাংসদের আরও দাবি, তাঁর কাছে এই বিষয়ে প্রমাণ রয়েছে এবং শিগগিরই তিনি তা প্রকাশ্যে আনবেন। সঞ্জয় রাউত বলেন, “আমার কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে শিবসেনার নাম এবং প্রতীক পেতে ২০০০ কোটি টাকার চুক্তি হয়েছে। এটা একটা প্রাথমিক পরিসংখ্যান, তবে, ১০০ শতাংশ খাঁটি। খুব শিগগিরই অনেক কিছু বের হবে। দেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি।”

গত শুক্রবার, শিবসেনা দলের নাম এবং তীর-ধনুক প্রতীক ব্যবহারের অধিকার শিবসেনার একনাথ শিন্ডে শিবিরকে দিয়েছিল নির্বাচন কমিশন। সঞ্জয় রাউত দাবি করেছেন, কমিশনের সেই সিদ্ধান্ত আসলে একটি চুক্তি ছিল। ২০০০ কোটি টাকার বিনিময়ে সেই চুক্তি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, শিন্ডে গোষ্ঠীর ঘনিষ্ঠ এক নির্মাণ ব্যবসায়ী তাঁকে এই তথ্য দিয়েছেন। শিন্ডে শিবিরের পক্ষ থেকে এই অবিলম্বে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শিন্ডে ঘনিষ্ঠ বিধায়ক সদা সর্বঙ্কর বলেছেন, “সঞ্জয় রাউত কি ক্যাশিয়ার?”

এদিকে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাম না করে আক্রমণ করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। তিনি বলেন, “যারা বিপরীত মতাদর্শের ব্যক্তিবর্গের ‘চটি চাটা’র সিদ্ধান্ত নিয়েছিল, নির্বাচন কমিশনের সিদ্ধআন্তের পর তারা বুঝতকে পারছে সত্য কোন পক্ষে ছিল।” তিনি আরও দাবি করেন, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর পদ ভাগ করার বিষয়ে কোনও চুক্তি হয়নি। উল্লেখ্য, ২০১৯ নির্বাচনের পর উদ্ধব ঠাকরে দাবি করেছিলেন যে, মুখ্যমন্ত্রীর পদ আড়াই বছর বিজেপির হাতে এবং আড়াই বছর শিবসেনার হাতে থাকবে বলে তাঁকে কথা দিয়েছিলেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শনিবারের মন্তব্যের বিষয়ে সঞ্জয় রাউত বলেছেন, “বর্তমান মুখ্যমন্ত্রী কী চাটছেন? অমিত শাহর কথাকে মহারাষ্ট্র গুরুত্ব দেয় না। বর্তমান মুখ্যমন্ত্রীর ছত্রপতি শিবাজি মহারাজের নাম নেওয়ার কোনও অধিকার নেই।”

Next Article