নয়া দিল্লি: রাহুল গান্ধীকে দেশের কেউই ‘সিরিয়াসলি নেন না’, টিভি নাইন নেটওয়ার্কের সত্তা সম্মেলনের মঞ্চে এ কথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনেই দেশে লোকসভা নির্বাচন রয়েছে। গত দু’বার ব্যাপক জনমত নিয়ে মোদী সরকার গঠনের পর, এবার ফের একবার দিল্লিতে মসনদে পদ্ম ফোটাতে আশাবাদী গেরুয়া শিবির। এবারে টার্গেট আরও বড় জয়। আরও বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে চায় বিজেপি। এদিকে কংগ্রেসও নিজের মতো প্রচারে নেমেছে। রাহুল গান্ধী দাবি করছেন, তাঁদের সরকার গঠন হলে ৫০ শতাংশ সংরক্ষণের সীমা ভেঙে দেওয়া হবে। সত্তা সম্মেলনের মঞ্চে আজ সন্ধেয় এই নিয়ে প্রশ্ন শুনতেই শাহর সটান সহাস্য জবাব, ‘দেশে রাহুল গান্ধীকে কেউ সিরিয়াসলি নেন না।’
শুধু তাই নয়, সাম্প্রতিককালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখে আরও বেশ কিছু প্রতিশ্রুতি দিতে শুরু করেছেন। তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি, তারা সরকার গঠন করলে দেশে জাতিগত সমীক্ষা হবে। সেই নিয়ে প্রশ্নেও রাহুলকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বললেন, ‘দেশের অনগ্রসর শ্রেণির উপর যারা সবথেকে বেশি অন্যায় করেছে, সেটা কংগ্রেস। এটা রাহুল গান্ধী জানেন না।’ একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দিলেন, ‘অতীতে কংগ্রেসের শাসনকালে কখনও ওবিসি কমিশন তৈরি হয়নি। কখনও ওবিসি-কে সাংবিধানিক মান্যতা দেওয়া হয়নি। নিট কিংবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ওবিসির সংরক্ষণ ছিল না। এই সবই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে করেছেন।’
রাহুল গান্ধী এটাও বলে থাকেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি পিছিয়ে পড়া শ্রেণির তালিকাভুক্তই ছিলেন না। ২০০০ সালের আগে পর্যন্ত তাঁর জাতি জেনারেল ক্যাটেগরির মধ্যে ছিল। রাহুলের সেই দাবি নিয়েও আজ পাল্টা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, ‘রাহুল গান্ধীকে হয়ত আমাদেরই কোনও শুভাকাঙক্ষী ব্যক্তি ভুল তথ্য ধরিয়ে দিয়েছেন। উনি জানেন না, ওবিসির তালিকা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। ১৯৯৪ সালের ২৫ জুলাই মোদীজির জাতি গুজরাটের ওবিসির তালিকায় যুক্ত হয়ে যায়।’