Satya Pal Malik: সিবিআই তলবের পর দিল্লির পুলিশ স্টেশনে সত্যপাল মালিক

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 22, 2023 | 5:31 PM

Satya Pal Malik: এক দুর্নীতির মামলায় সাক্ষী দিতে গতকাল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালকে তলব করেছিল সিবিআই। আগামী ২৮ এপ্রিল তাঁর দিল্লির আকবর রোডে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা। এই আবহেই আজ দিল্লির পুলিশ স্টেশনে সত্যপাল মালিক।

Satya Pal Malik: সিবিআই তলবের পর দিল্লির পুলিশ স্টেশনে সত্যপাল মালিক
Image Credit source: টুইটার

Follow Us

নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে (Satya Pal Malik) তলব করেছে সিবিআই (CBI)। গতকালই এই বিষয়ে জানানো হয় সত্যপাল মালিককে। রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এক মামলায় সাক্ষী দিতেই ডাক পড়েছে বলে জানান তিনি। আগামী ২৮ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির আকবর রোডে অবস্থিত সিবিআই-এর গেস্ট হাউসে হাজিরা দেওয়ার কথা তাঁর। এর মধ্যেই আজ (শনিবার) দিল্লির আরকে পুরম পুলিশ স্টেশনে নিজেই হাজির হলেন তিনি। দিল্লি পুলিশের তরফে স্পষ্ট করা হয়েছে, তাঁরা সত্যপাল মালিককে গ্রেফতার করেননি। তিনি নিজের ইচ্ছেতেই তাঁর সমর্থকদের সঙ্গে থানায় এসেছেন।

প্রসঙ্গত, গতকাল সিবিআই-র তরফে সত্যপালকে তলব করা হয়েছে। আর আজ হরিয়ানা, দিল্লি, রাজস্থান, পঞ্জাব ও উত্তর প্রদেশ থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ জন মালিকের সমর্থকরা দিল্লির সোম বিহারে তাঁর বাড়ির সামনে জড়ো হন। তাঁর পাশে থাকার বার্তা দিতেই তাঁরা বেলা সাড়ে ১২ টা নাগাদ উপস্থিত হন তাঁরা। তারপর পুলিশ তাঁদের জানায়, মালিকের বাড়ির সামনে তাঁরা কোনও সভা করতে পারবেন না। তবে মালিক বলতে থাকেন, তিনি তাঁদের নিজের বাড়িতে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করেছেন। তবে পুলিশ সেই কথায় কর্ণপাত না করে সেখানে উপস্থিত কয়েকজন নেতাদের আটক করে। আর তাঁদের ছাড়াতে আটকদের সঙ্গেই দিল্লির আর.কে. পুরম পুলিশ স্টেশনে প্রবেশ করেন মালিক। তাতে জল্পনা ছড়ায় দিল্লি পুলিশ তাঁকেও আটক করেছেন। তবে দিল্লি পুলিশের তরফে টুইটে স্পষ্ট করা হয়েছে, মালিককে গ্রেফতার করা হয়নি। তিনি স্ব-ইচ্ছায় স্টেশনে এসেছেন। তাঁকে নিজের ইচ্ছেমতো স্টেশন থেকে চলে যেতেও বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় মালিকের টিমের তরফে কিছু ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাসে সত্যপাল মালিকের সমর্থনে স্লোগান তুলছেন তাঁর সমর্থনকারীরা। আজ দুপুর ৩ টে নাগাদ তাঁর সমর্থনকারীদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে থানার বাইরে এসে মালিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পুলিশ বলছে তাঁরা আমাদের আজ গ্রেফতার করবে না।”

Next Article