নয়া দিল্লি: নিত্যদিন উঠে আসছে নতুন নতুন জালিয়াতি-দুর্নীতির নানা অভিযোগ। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন চাল-ডাল থেকে শুরু করে দামি টিভি-ফ্রিজ, সবেতেই জালিয়াতি। আসল মোড়কের ভিতরে গ্রাহকদের বোকা বানিয়ে বিক্রি করা হচ্ছে পুরনো বা নকল জিনিস। এবার পাওয়ার ব্যাঙ্কেও এমন জালিয়াতি হাতেনাতে ধরা পড়ল। ট্রেনে বিক্রি হওয়া সস্তার পাওয়ার ব্যাঙ্কের ভিতরে আসলে কী থাকে জানেন? দেখলে চমকে উঠবেন।
দূরপাল্লার ট্রেনে বিক্রেতারা নানান পণ্য নিয়ে ওঠেন। তার মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক পণ্যও থাকে। মোবাইল চার্জ দেওয়ার পাওয়ার ব্যাঙ্ক, যা বাজারে হাজার-দু’হাজার টাকা দাম, তা ট্রেনে ৪০০-৫০০ টাকায় বিক্রি হয়। এত সস্তায় কীভাবে পাওয়া যায় পাওয়ার ব্য়াঙ্ক? সবই কি বন্দর থেকে চুরি করে আনা? আজ্ঞে না। ওই পাওয়ার ব্যাঙ্কের ভিতরে আদতে থাকেই না ১০ হাজার বা ২০ হাজার এমএএইচের ব্যাটারি! তাহলে কী থাকে? এক দলা এঁটেল মাটি।
সম্প্রতিই এক যাত্রী দূরপাল্লার ট্রেনে যাত্রার সময় ভুয়ো পাওয়ার ব্যাঙ্কের পর্দাফাঁস করেন। ‘স্ক্যাম ২০২৪’ নামে ভাইরাল ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিক্রেতা বিভিন্ন মোবাইল কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক দেখাচ্ছেন। সবক’টিরই দাম ৫০০ থেকে ৫৫০ টাকার মধ্যে। পাওয়ার ব্যাঙ্কে এক বছরের গ্যারান্টিও মিলবে বলে দাবি করে বিক্রেতা যুবক। ভেঙে গেলে, বদলে দেওয়ার দাবিও করে ওই যুবক।
Scam से सावधान रहें, working की जगह गंदगी से भरा power bank मिला। pic.twitter.com/8r13QXMPL8
— Jiffy News (@jiffynews__) June 19, 2024
যে যাত্রী দরাদরি করছিলেন, তিনি শেষ দাম জানতে চাইলে ৩৫০ টাকায় রাজি হয় ওই যুবক। পাওয়ার ব্যাঙ্ক হাতে নিয়েই ওই ব্যক্তি সেটি খুলে ফেলেন। আর তাতেই পর্দাফাঁস। দেখা গেল, ভিতরে কোনও ব্যাটারি নয়, ভরা রয়েছে এক তাল মাটি!
সঙ্গে সঙ্গেই বিক্রেতা পাওয়ার ব্যাঙ্ক-টি ওই ব্যক্তির হাত থেকে ছিনিয়ে নেয়। চোটপাট দেখাতে শুরু করে কেন তিনি পাওয়ার ব্যাঙ্ক ভেঙে ফেললেন। যেই দেখেন ভিডিয়ো করা হচ্ছে, তাতে আরও চটে যায় বিক্রেতা। রীতিমতো মারতে উদ্যত হয় ওই যাত্রীকে।