চেন্নাই: পেটে মদ পড়তেই অসহ্য জ্বালা, শুরু হল বমি। কে কাকে সামলাবে, মদ্যপান করে একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন প্রায় শতাধিক মানুষ। মৃত্যু হল কমপক্ষে ২৫ জনের। হাসপাতালে ভর্তি ৬০ জনেরও বেশি। গোটা ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, বিষমদ পান করেই ২৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ ৬০ জনেরও বেশি।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কালাকুরিচি জেলায়। হঠাৎই একের পর এক ব্যক্তির অসুস্থ হয়ে পড়ার খবর মেলে। বমি, পেটে অসহ্য যন্ত্রণা, জ্বালা নিয়ে হাসপাতালে ছোটেন রোগীরা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শুরু হলেও, বাঁচানো যায়নি ২৫ জনকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বিষমদ খেয়েই একসঙ্গে এত সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কোথা থেকে এই বিষমদ এল, তার তদন্ত শুরু হয়েছে। কালাকুরিচির জেলা কালেক্টর হাসপাতালে অসুস্থ রোগীদের সঙ্গে দেখা করতে যান।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “কালাকুরিচিতে বিষমদে মৃত্যুর খবরে আমি অত্যন্ত দুঃখিত। এই অপরাধে জড়িতদের শাস্তি দেওয়া হবে। যে আধিকারিকরা বিষমদের কারবার রুখতে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবিও শোকপ্রকাশ করেন। একইসঙ্গে রাজ্য সরকারকেও দুষে লিখেছেন, “বারংবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিষমদে মৃত্যুর খবর আসছে। এতেই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার বিষমদ উৎপাদন ও বিক্রি রুখতে ব্য়র্থ। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়।”