বালিয়া: স্কুল পরিচালনার দায়িত্ব থাকে প্রধান শিক্ষকের ওপর, এই কথা আর কে না জানেন। স্কুলের অভিভাবক হিসেবে নিয়মানুবর্তিতা, পড়াশুনোর মানোন্নয়ন, পড়ুয়া ও শিক্ষকদের অভাব অভিযোগ রক্ষার যাবতীয় দায়িত্ব প্রধান শিক্ষককেরই। এখন সেই প্রধান শিক্ষকই যদি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক কাজ করে থাকেন, তবে সেই স্কুল তথা পড়ুয়াদের ভবিষ্যত মুখে পড়ে যাবে এটাই স্বাভাবিক। অনেকের মনে হতেই পারে, স্কুলের প্রধান শিক্ষক অন্তত এই রকম গর্হিত কাজ করবেন না। কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেওয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ বুধবার গ্রেফতার করা হয়েছে। উত্তর প্রদেশে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যক্ষ মদতেই দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
এই পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁসের ঘটনায় সব মিলিয়ে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। রাসরা ডেপুটি পুলিশ সুপার শিবনারায়ণ বৈশ্য বলেন, “ওই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক অক্ষয় লাল যাদবকে পুলিশ গ্রেফতার করেছে। উভাহন থানার পুলিশ প্রধান শিক্ষককে প্রশ্ন ফাঁস মামলায় গ্রেফতার করছে। ওই থানায় এই মামলাটি চলছিল। জেলা স্কুলের অতিরিক্ত ইনস্পেক্টর রাকেশ কুমার সিংয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছিল।” জানা গিয়েছে, এই মামলায় এর আগে বালিয়া জেলার স্কুল ইনস্পেক্টর ব্রজেশ কুমার মিশ্র, এবং আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।
প্রশ্ন ফাঁসের কারণে ২৪ টি জেলার পরীক্ষা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরীক্ষা বাতিলের পর আগামী ১৩ এপ্রিল আবার পরীক্ষা নেওয়া হবে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বালিয়ার একটি বেসরকারি কলেজের ম্যানেজারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। প্রশ্ন পত্রের প্রতি কপি ২৫ থেকে ৩০ হাজার টাকা বিক্রি করা হয়েছিল। বিভিন্ন ম্যাসেজিং অ্যাপে প্রশ্নপত্র সহ প্রশ্নের উত্তর ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনা সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন Pawar meets PM Modi: চাপে মহারাষ্ট্রের জোট সরকার ? হঠাৎ মোদীর সঙ্গে সাক্ষাতে শরদ পাওয়ার