সুন্দরগঢ়: উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। ওড়িশার (Odisha) সুন্দরগঢ় জেলায় বৃহস্পতিবার আরও ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে কেবল এই জেলায় স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৬। তবে আক্রান্তের নিরিখে জেলায় এই জেলায় মৃতের সংখ্যা তুলনামূলক কম। স্ক্রাব টাইফাসে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। বারগঢ় জেলাতেও স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবমিলিয়ে, ওড়িশায় ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস।
সুন্দরগঢ়ের জেলা স্বাস্থ্য আধিকারিক কানহু চরণ নায়ের জানান, গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আবার বারগঢ় জেলায় স্ক্রাব টাইফাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এই রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কাজ শুরু করেছেন আশাকর্মীরা। স্ক্রাব টাইফাসে আক্রান্তদের চিকিৎসায় চিকিৎসকদের একটি বিশেষ দল প্রস্তুত রয়েছে। সুন্দরগঢ়ের পাশাপাশি বারগঢ় জেলাতেও স্ক্রাব টাইফাস মোকাবিলায় বিশেষ তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে আধিকারিক থেকে চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন জেলা কালেক্টর। সুন্দরগঢ় ও বারগঢ় জেলায় চিকিৎসকদের বিশেষ টিম পাঠানো হয়েছে।
কেবল ওড়িশা নয়, হিমাচল প্রদেশের সিমলাতেও স্ক্রাব টাইফাস আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত সিমলায় স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮। মৃত্যু হয়েছে ১১ জনের। এদিনও এই রোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্ক্রাব টাইফাসের লক্ষণ দেখা দিলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানাচ্ছে জেলা প্রশাসন।
স্ক্রাব টাইফাসের উপসর্গ
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, এক ধরনের মাকড়ের কামড় থেকে এই রোগ হয়। মূলত, ঝোপে-ঝাড়ে এই মাকড় থাকে। সিডিসি-র মতে, ‘ওরিয়েন্টিয়া সুসুগামুশি’ নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা স্ক্রাব টাইফাস ছড়ায়। এই রোগের উপসর্গ হল, জ্বর, মাথা ব্যথা, গা-হাত ব্যথা, শরীরের বিভিন্ন অংশে কামড়ের মতো কালো দাগ, ব়়্যাশ। চিকিৎসা শুরু না হলে ধীরে-ধীরে রোগীর মানসিক অবস্থারও বদল ঘটবে। বিভ্রান্ত থেকে কোমা পর্যন্ত হতে পারে। তারপর হার্ট ফেলিওর হয়ে মৃত্যু হতে পারে রোগীর। চিকিৎসকরা জানাচ্ছেন, স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার ১০ দিনের মধ্যেই শরীরের বিভিন্ন অংশে ব়্যাশ বেরোয়।
স্ক্রাব টাইফাসের চিকিৎসা
স্ক্রাব টাইফাসের কোনও ভ্যাকসিন নেই। তবে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে রোগের নিরসন করা যেতে পারে। জ্বর ও গায়ে ব়্যাশ বেরোলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত।