নিশ্চিদ্র পাহারা, হিন্দন থেকে সফদরজংয়ে ঘনঘন বায়ুসেনার স্পেশাল ড্রিল, কী হচ্ছে সেখানে?
Sheikh Hasina: মঙ্গলবারই সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতেই রয়েছেন শেখ হাসিনা। সেফ হাউসে রাখা হয়েছে তাঁকে। এরপরই সকলের মনে প্রশ্ন, কোথায় এই সেফ হাউস? কেমনই বা আছেন হাসিনা?
নয়া দিল্লি: একটা মাছি গলারও উপায় নেই। ঘনঘন চলছে টহল। নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলছে এলাকা। হিন্দন এয়ারবেসে এই চিত্র কিছুটা চেনা হলেও, বিগত কয়েকদিনে নিরাপত্তা-নজরদারি যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। শুধু হিন্দনই নয়, দিল্লির সফদরজং , পালাম বিমানবন্দর পর্যন্ত চলছে বায়ুসেনার টহল। কেন হঠাৎ এত নিরাপত্তা? কারণ ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উত্তাল, অশান্ত বাংলাদেশ। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে গত ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে কার্যত বাধ্য হন ইস্তফা দিতেে। বাংলাদেশ থেকে সি-১৩০জে সামরিক বিমানেই গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে আসেন শেখ হাসিনা। তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি। গতকাল সেই সামরিক বিমান বাংলাদেশে ফিরে যেতেই প্রশ্ন উঠেছিল, কোথায় আছেন শেখ হাসিনা? তিনি কি দেশে ফিরে গেলেন?
মঙ্গলবারই সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতেই রয়েছেন শেখ হাসিনা। সেফ হাউসে রাখা হয়েছে তাঁকে। এরপরই সকলের মনে প্রশ্ন, কোথায় এই সেফ হাউস? কেমনই বা আছেন হাসিনা?
সূত্রের খবর, আপাতত হিন্দন এয়ারবেসের আশেপাশেই কোনও সেফ হাউসে রয়েছেন হাসিনা। শীঘ্রই তাঁকে আরও বড় ও নিরাপদ কোনও জায়গায় স্থানান্তরিত করা হতে পারে। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে যে যে সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবকিছুরই ব্যবস্থা করা হচ্ছে শেখ হাসিনার জন্য।
জানা গিয়েছে, হিন্দন এয়ারবেস থেকে শুরু করে সফদরজং ও পালাম বিমানবন্দর পর্যন্ত স্পেশাল ড্রিল চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা ও নিরাপত্তা বাহিনী। সম্ভবত হাসিনা আরও অতিরিক্ত কয়েকদিন ভারতে থেকে যেতে পারেন। তার জন্যই নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে।
অন্যদিকে, অপর একটি সূত্রের খবর, শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে রয়েছেম ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র কম্য়ান্ডোরা। অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা। গরুদ কম্যান্ডো ও বায়ুসেনা হিন্দন এয়ারবেসের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।