AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train: ভিড়ে আর কষ্ট করতে হবে না, সিনিয়র সিটিজেনদের জন্য থাকবে আলাদা কামরা! বড় পদক্ষেপ রেলের

Indian Railways: ভিড় ট্রেনে যেখানে দাঁড়ানোই কষ্টকর, সেখানে প্রবীণদের আর বসতে দেয় কে? বাবা-বাছা করে অনুরোধ করতে হয় সকলকে। তবে এই কষ্ট আর করতে হবে না। এবার লোকাল ট্রেনে থাকবে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা।

Local Train: ভিড়ে আর কষ্ট করতে হবে না, সিনিয়র সিটিজেনদের জন্য থাকবে আলাদা কামরা! বড় পদক্ষেপ রেলের
ফাইল চিত্র।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 07, 2025 | 7:55 AM

মুম্বই: ভিড় ট্রেনে যাতায়াত করা কষ্টকর, বিশেষ করে অফিস টাইমে তো আরও কষ্ট হয়। এর মধ্যে বহু প্রবীণ নাগরিক রয়েছেন, যাদের দরকারে লোকাল ট্রেনে উঠতে হয়। ভিড় ট্রেনে যেখানে দাঁড়ানোই কষ্টকর, সেখানে প্রবীণদের আর বসতে দেয় কে? বাবা-বাছা করে অনুরোধ করতে হয় সকলকে। তবে এই কষ্ট আর করতে হবে না। এবার লোকাল ট্রেনে থাকবে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা। ভিড় ট্রেনে তাদের আর কষ্ট করে যাতায়াত করতে হবে না।

রেলওয়ে বোর্ডের তরফেই সিনিয়র সিটিজেন কামরা আনার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই সেন্ট্রাল রেলওয়ে প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেক (EMU) ও প্রবীণ নাগরিকদের জন্যই বিশেষভাবে তৈরি করা কামরা এনেছে। মুম্বই সাবার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা থাকবে। 

সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র এই বিষয়ে বলেন, “এটাই প্রথম প্রোটোটাইপ। আমরা এই ধরনের আরও পরিবর্তন আনব। সমস্ত বয়সের যাত্রীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

মাটুঙ্গার ওয়ার্কশপে তৈরি করা হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ কামরা। এই কোচে ওঠা-নামার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে প্রবীণ নাগরিকদের সুবিধা হয়। রাখা হয়েছে ২ জন ও ৩ জন করে বসার বেঞ্চ। এই কামরায় প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য হ্যান্ডেলগুলিও বেশ অনেকটা নীচে রাখা হয়েছে। দরজার সামনেও ভারসাম্য রাখার জন্য বেশ কিছু ধরার হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। কামরার দুই দরজাতেই থাকবে ইমার্জেন্সি ল্যাডার বা সিঁড়ি।

বাকি কামরা থেকে প্রবীণ নাগরিকদের কামরা আলাদাভাবে চিহ্নিত করতে আলাদা ভিনাইল ডিজাইন করা হচ্ছে।

এই কামরা নিয়ে প্রবীণ নাগরিকদের ফিডব্যাক নেওয়া হবে। তাদের প্রতিক্রিয়ার পরই রেল পরবর্তী পদক্ষেপ করবে।