সিমলা/জম্মু: বর্ষাতেই পাহাড়ে নামছে বিপদ। মেঘভাঙা বৃষ্টি নেমেছে জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে। বুধবারই তিন জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে মৃত্যু হয়েছে ১৭ জনের। নিখোঁজ হয়ে গিয়েছেন ২৪ জন।
গতকালই জম্মু-কাশ্মীরের কিশতেওয়ারায় মেঘভাঙা বৃষ্টি নামে, সেই ঘটনায় সাতজনের মৃত্যু হয়, নিখোঁজ ছিলেন প্রায় ২০ জন। কিছুক্ষণ পরেই দক্ষিণ কাশ্মীরের অমরনাথ গুহার কাছেও মেঘ ভাঙা বৃষ্টি নামে। তবে সেই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। এ দিকে, উত্তর কাশ্মীরের বান্দিপোরাতেও মেঘভাঙা বৃষ্টি নামে। লাদাখের কার্গিলেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি এবং চাম্বা জেলাতেও মেঘ ভাঙা বৃষ্টির কারণে ভূমিধস নামে।
বুধবার জম্মু-কাশ্মীরের কিশতেওয়ারায় সাতজনের মৃত্যুর পাশাপাশি রাজৌরিতেও এক ব্যক্তি সাকতোই নালায় ডুবে মারা যান। প্রায় এক ডজন বাড়ি, একাধিক ব্রিজ ও একটি ছোট জলশক্তি প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গোটা ঘটনায় শোক প্রকাশ করেন। কাশ্মীরের পরিস্থিতির উপর কেন্দ্রের নজরদারি এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে সবধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও ডিজিপি দিলবাগ সিংয়ের সঙ্গে কথা বলেছেন।
লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, কিশতেওয়ারে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহতদের ৫০ হাজার টাকা ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের অধীনে ১২ হাজার ৭০০ টাকা দেওয়া হবে। নিখোঁজ ২০ জনের মধ্যে এখনও অবধি ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিদের খোঁজ চলছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার বিকেলেই লাদাখের কার্গিলে ও সাংগ্রায় মেঘভাঙা বৃষ্টি নামে। সেখানেও বেশ কয়েকটি বাড়ি ও চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জোড়া মেঘভাঙা বৃষ্টিতে কারোর মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে দুই জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি নামে এবং হড়পা বানও আসে। লাহুল স্পিতিতে মেঘ ভাঙা বৃষ্টিতে সাতজনের মৃত্যু হয়েছে, চাম্বা জেলাতেও দুইজনের মৃত্যু হয়েছে। কুলুর মণিকরণে পার্বতী নদীতে ডুবে গিয়েছেন চারজন। তাদের এখনও খোঁজ মেলেনি। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধারকারী দল নামানো হয়েছে। আরও পড়ুন: ‘কোনওভাবেই নিয়ম মানা হচ্ছে না’, কমপ্লায়েন্স অফিসার নিয়োগ নিয়ে ফের আদালতের ধমক টুইটারকে