AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electrocution: শ্রাবণ মাসের সোমবারে ছিল থিকথিকে ভিড়, আউশনেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ২, আহত ৪০ পুণ্যার্থী

Ausaneshwar temple: গভীর রাতে মন্দিরে জলাভিষেক হচ্ছিল। এমন সময় একটি বাঁদর বিদ্যুতের তারের উপরে পড়ে যায়, যার জেরে তার ছিঁড়ে যায়। তারটি গিয়ে লাগে লোহার কাঠামোয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং তারপরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। আহত আরও কমপক্ষে ৪০ জন পুণ্যার্থী।

Electrocution: শ্রাবণ মাসের সোমবারে ছিল থিকথিকে ভিড়, আউশনেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ২, আহত ৪০ পুণ্যার্থী
আহত পুণ্যার্থীদের আনা হয় হাসপাতালে।Image Credit: PTI
| Updated on: Jul 28, 2025 | 7:59 AM
Share

লখনউ: শ্রাবণ মাস চলছে। সোমবার করে শিবের মাথায় জল ঢালতে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। এর মধ্যেই ঘটল ভয়ঙ্কর বিপত্তি। বিখ্যাত আউশনেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেকের সময় বড় দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং তারপরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। আহত আরও কমপক্ষে ৪০ জন পুণ্যার্থী। আশঙ্কাজনক অবস্থা তিনজনের।

উত্তর প্রদেশের বারাবনকিতে রয়েছে আউশনেশ্বর মহাদেব মন্দির। এখানে শ্রাবণ মাস উপলক্ষে বিপুল পুণ্যার্থীদের ভিড় হয়েছিল। গভীর রাতে মন্দিরে জলাভিষেক হচ্ছিল। এমন সময় একটি বাঁদর বিদ্যুতের তারের উপরে পড়ে যায়, যার জেরে তার ছিঁড়ে যায়। তারটি গিয়ে লাগে লোহার কাঠামোয়। যার জেরে ভিড়ের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হন বেশ কয়েকজন পুণ্যার্থী। ধাক্কাধাক্কি, আতঙ্কে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ পুণ্যার্থীর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে হায়দারগড়, ত্রিবেদীগঞ্জ সিএইচসি এবং বারাবাঁকি জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হন ডিএম-এসপি সহ শীর্ষ আধিকারিকরা।

জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠীর দাবি, একটি বাঁদর হঠাৎ করে বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে, সেখান থেকেই বিপত্তি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল, রবিবার হরিদ্বারের মনসা দেবী মন্দিরেও একই ঘটনা ঘটে। পুণ্যার্থীদের ভিড়ের মাঝেই গুজব রটে গিয়েছিল যে সামনে একাধিক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ছেড়া তারে, এর জেরেই হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়। আহত ৩৬ জন।