Railway Officers Transfer: খড়্গপুরের ডিআরএম বদলি, দক্ষিণ-পূর্ব রেলে এক ঝাঁক আধিকারিক বদল

Sudeshna Ghoshal | Edited By: Soumya Saha

Jun 22, 2023 | 11:47 PM

Railway Officers Transfer: বদলি করা হচ্ছে খড়্গপুর জোনের ডিআরএম মহম্মদ সুজাত হাসমিকেও। তাঁর জায়গায় দায়িত্বে আসছেন কে আর চৌধুরী। তিনি এতদিন রাজস্থানের আজমেরে আরআরবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Railway Officers Transfer: খড়্গপুরের ডিআরএম বদলি, দক্ষিণ-পূর্ব রেলে এক ঝাঁক আধিকারিক বদল
ভারতীয় রেল

Follow Us

খড়্গপুর: কিছুদিন আগেই বালেশ্বরের কাছে বাহানাগায় দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে দাঁড়িয়ে থেকে রেল পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরিয়েছিলেন। আজ রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে। বদলি করা হচ্ছে খড়্গপুর জোনের ডিআরএম মহম্মদ সুজাত হাসমিকেও। তাঁর জায়গায় দায়িত্বে আসছেন কে আর চৌধুরী। তিনি এতদিন রাজস্থানের আজমেরে আরআরবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তাঁকে নিয়ে আসা হচ্ছে খড়্গপুরের ডিআরএম করে।

প্রসঙ্গত, গতকালই খড়্গপুর ডিভিশনে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানকার কাজকর্ম পরিদর্শন করে গিয়েছেন তিনি। এদিকে বাগানাগার রেল দুর্ঘটনার পর এই বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও রেল সূত্রে দাবি করা হচ্ছে, পুরোটাই রুটিন বদলি।  শুধু খড়্গপুর জোনের ডিআরএম পদেই নয়, আরও বেশ কিছু বদলি করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের পিসিএসও, পিসিএসটি, আইজি- পিসিএসসি এবং পিসিসিএম পদেও বদলি করা হয়েছে।

উল্লেখ্য, বাহানাগায় রেল দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গতকালই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন মানুষজন যাতে গুজবে কান না দেন। বলেছেন, সিবিআই তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন। কী ঘটেছিল, সেই সত্যিটা অবশ্যই বেরিয়ে আসা প্রয়োজন।’ রেল এবং সমতুল্য যেসব ক্ষেত্রের সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাজনিত বিষয় জড়িয়ে রয়েছে, সেগুলি নিয়ে রাজনীতি করা একেবারেই উচিত নয় বলেই মত তাঁর।

করমণ্ডল দুর্ঘটনার পর দেখা গিয়েছে রেলমন্ত্রী নিজে সেখানে পৌঁছে গিয়েছিলেন। নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজের তদারকি করেছেন। রেলের পরিষেবাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়েছেন। দুর্ঘটনাস্থলে গিয়ে তাঁর চোখের জলও গোপন থাকেনি।

Next Article