পটনা : মেগা বৈঠকের আগেই নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার পটনা পৌঁছে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মেগা বৈঠকের আগেই বিভিন্ন বিষয় নিয়ে দু-পক্ষের মধ্যে আলোচনা হয়। প্রায় ১৫ মিনিট পটনা সার্কিট হাউসে নীতীশ কুমারের সঙ্গে একান্তে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ইতিবাচক আলোচনা হয়েছে।
বিরোধী জোট নিয়ে আলোচনায় ডাকার জন্য নীতীশ কুমারকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্কিট হাউসে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আজ আমাকে সময় দেওয়ার জন্য নীতীশজিকে ধন্যবাদ। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একটা ভাল সুযোগ ছিল এটা। আমাদের রাজ্য ও দেশের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইতিবাচক আলোচনার বিষয়ে এই বিশেষ উদ্যোগের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতেই বিরোধী-জোট গড়ে তুলতে চলেছেন অবিজেপি নেতৃবৃন্দ। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারই বিরোধী জোট গড়ার সলতে পাকানোর কাজ শুরু করেছিলেন । মাস দুয়েক আগে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বৈঠক করে গিয়েছেন তিনি। এছাড়া সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব থেকে দিল্লিতে গিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল সহ প্রায় সমস্ত অবিজেপি নেতৃত্বের সঙ্গেই যোগাযোগ করেন নীতীশ কুমার। এবার জোট-ঐক্য গড়ার লক্ষ্যে ২৩ জুন, শুক্রবার বিহারেই বসছে ‘মেগা মিটিং’। এই বৈঠকে প্রায় ২০টি বিরোধী দলের নেতারা যোগ দেবেন বলে খবর। সেই বৈঠকে যোগ দিতেই এদিন পটনা পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও তাঁর এই সফরের সঙ্গী হয়েছেন। এদিন পটনা পৌঁছেই বর্ষীয়ান রাজনীতিক লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন তিনি। নীতীশ কুমারের সঙ্গেও পৃথক বৈঠক করলেন। যা আগামী কালের বৈঠকের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।