ওয়াশিংটন: বৃহস্পতিবার (২২ জুন), হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাত্র কয়েক ঘণ্টা আগে একটি ভিডিয়ো টুইট করে ‘আতিথেয়তা’র জন্য প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার রাতে, হোয়াইট হাউসে তাঁর সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। তবে, তার আগের রাতে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সঙ্গে জিল বিডেনের সঙ্গে ব্যক্তিগত নৈশভোজে মিলিত হন প্রধানমন্ত্রী। এদিন তাঁর পোস্ট করা ভিডিয়োয় সেই নৈশভোজের বিভিন্ন মুহূর্তের ছবি উঠে এসেছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, প্রদানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানাতে হোয়াইট হাউসের বাইরে এসে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। হোয়াইট হাউসের সংগ্রহশালাও ভারতীয় প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখান তাঁরা। গুজরাটি নাচ-গানে স্বাগত জানানো হয় নরেন্দ্র মোদীকে। শুধু তাই নয়, ১.২৬ মিনিটের এই ভিডিয়োটিতে প্রধানমন্ত্রী মোদীকে জো বাইডেন এবং জিল বাইডেনের হাতে বিভিন্ন উপহার তুলে দিতেও দেখা গিয়েছে।
Thank you for hospitality, @POTUS @JoeBiden and @FLOTUS @DrBiden. pic.twitter.com/m1z2GcHrw9
— Narendra Modi (@narendramodi) June 22, 2023
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘দশ দানম’ বা ১০টি প্রতীকী অনুদান সম্বলিত একটি সুন্দর হস্তশিল্প খোদিত চন্দন কাঠের বাক্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাজস্থানের জয়পুরের এক দক্ষ কারিগর এই বাক্সটি খোদাই করেছেন। চন্দন কাঠ আনা হয়েছে কর্নাটকের মাইসুরু থেকে। এছাড়া, লন্ডনের ‘ফেবার অ্যান্ড ফেবার লিমিটেড’-এর প্রকাশিত ‘দশ প্রধান উপনিষদ’ বইটিও মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
এর পাশাপাশি, জিল বিডেনকে তিনি একটি ৭.৫-ক্যারেটের সবুজ হিরা উপহার দিয়েছেন। হিরাটি কোনও খনি থেকে পাওয়া যায়নি, এটি গবেষণাগারে তৈরি। তবে, এর রাসায়নিক গঠন অবিকল প্রাকৃতিক হিরের মতো এবং এটি দেখেও বোঝার উপায় নেই যে এটি গবেষণাগারে তৈরি। পাশাপাশি এটি পরিবেশ-বান্ধবও। কারণ, এটি তৈরিতে সৌরশক্তি এবং বায়ুশক্তির মতো অপ্রচলিত শক্তি ব্যবহার করা হয়েছে। হিরাটি একটি কর-এ-কলমদানিতে করে দেন প্রধানমন্ত্রী মোদী। এই কর-এ-কলমদানি হল কাশ্মীরে তৈরি নকশা আঁকা কাগজের মণ্ডের বাক্স।