নয়া দিল্লি: কংগ্রেস সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার দিনই, বড় সড় গন্ডোগোল করে ফেললেন কংগ্রেস নেতা শশী থারুর। এদিন কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছেন থারুর। সেই ইস্তাহারে রয়েছে ভারতের একটি মানচিত্র। তাতে নেই জম্মু ও কাশ্মীর এবং লাদাখের একটা বড় অংশ। এই নিয়ে বিতর্কের মুখে, শশী থারুর পরে একটি সংশোধিত মানচিত্র প্রকাশ করেছেন। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে বিজেপি সমর্থকরা এই ভুল মানচিত্র নিয়ে তাঁকে বিঁধতে ছাড়েনি।
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই ভুল মানচিত্রকে “একটি লজ্জাজনক কাজ” বলে অভিহিত করেছেন, সেই সঙ্গে এই মানচিত্রের মধ্য দিয়ে কংগ্রেসের “বিভাজনমূলক অ্যাজেন্ডাই” প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেছেন। তবে কংগ্রেস দলের পক্ষ থেকে এই গুরুতর ভুলের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টাই করা হয়েছে। তারা বিষয়টিকে রাহুল গান্ধীর ‘ভারত জোড় যাত্রার’ উপর বিজেপির আক্রমণ বলে দেখানোর চেষ্টা করেছে। কংগ্রেসের যোগাযোগ প্রধান জয়রাম রমেশ বলেছেন, “রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রার বিরুদ্ধে আক্রমণের জন্য যেকোনও তুচ্ছ অজুহাতকে ব্যবহার করছে।”
Congress presidential candidate Shashi Tharoor’s manifesto for the election shows a distorted map of India, part of J&K omitted from Dr Tharoor’s manifesto.
(Document source: Shashi Tharoor’s Office) pic.twitter.com/Xo47XUirlL
— ANI (@ANI) September 30, 2022
এদিন শশী থারুর যে ইস্তাহার প্রকাশ করেছেন তার ট্যাগলাইন ‘থিঙ্ক টুমরো, থিঙ্ক থারুর’, অর্থাৎ কালকের জন্য ভাবুন, থারুরের মতো ভাবুন। ওই ইস্তাহারে ভারত জুড়ে কংগ্রেস শাখাগুলিকে বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে। তারপর, সেই বিন্দুগুলি নেটওয়ার্কের মাধ্যমে জুড়ে দেওয়া হয়েছে। তবে ভারতের যে মানচিত্র তিনি ব্যবহার করেছেন, তা ভারতের সরকারি মানচিত্র নয়। থারুরের প্রকাশিত মানচিত্রে পাকিস্তান এবং চিনের অধিকারে থাকা জম্মু, কাশ্মীর এবং লাদাখের অংশগুলি দেখানো হয়নি। পরে, একটি টুইট করে এই ভুলের জন্য ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়েছেন।
Re the troll storm on a manifesto map: No one does such things on purpose. A small team of volunteers made a mistake. We rectified it immediately &I apologise unconditionally for the error. Here’s the manifesto:
English: https://t.co/aKPpji9Z8M
Hindi: https://t.co/7tnkY9kTiO— Shashi Tharoor (@ShashiTharoor) September 30, 2022
এই প্রথম ভারতের মানচিত্র নিয়ে বিতর্কে জড়ালেন থারুর, এমনটা নয়। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরেও কেরল কংগ্রেসের সিএএ বিরোধী আন্দোলনের প্রচার করতে গিয়ে ভুল মানচিত্র প্রকাশ করেছিলেন তিনি। সেই মানচিত্রেও পাকিস্তান চিনের অধিকৃত এলাকাগুলি বাদ দেওয়া হয়েছিল।