নয়া দিল্লি: সভাপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের কঙ্কালসার চেহারাটা আরও একবার সবার সামনে চলে এসেছে। কংগ্রেস সভাপতি পদে হাইকম্যান্ডের তরফে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রার্থী হওয়ার কথা প্রকাশ্যে আসতে রাজস্থান সরকারে সংকট পরিস্থিতি তৈরি হয়েছিল। গেহলট সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় পরিস্থিতি এখন খানিক নিয়ন্ত্রণে। তবে সভাপতি নির্বাচন জি-২৩ শিবিরের তৎপরতা তুঙ্গে। এই অবস্থায় শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার আগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। রাজঘাটে রাজীব গান্ধীর মূর্তি সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ। শশী লিখেছেন, “আজ সকালে সেই মানুষকে সম্মান যিনি ভারতের পরিকাঠামোকে মজবুত করেছেন।” একথা বলে, রাজীব গান্ধীর একটি একটি উক্তি টুইটারে লিখেছেন।
Paid tribute to the man who built India’s bridge to the 21st century this morning.
“India is an Old country but a young nation… I dream of India Strong, Independent, Self-Reliant and in the front rank of the nations of the world, in the service of mankind.”
~ Rajiv Gandhi pic.twitter.com/DQtWU3aDdr
— Shashi Tharoor (@ShashiTharoor) September 30, 2022
মল্লিকার্জুন খাড়্গের উপস্থিতিতে এদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন থারুর। আগামী ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচন। দীর্ঘ ২০ বছর পর দেশের শতাব্দীপ্রাচীন দলের সাংগঠনিক নির্বাচন ঘিরে তুঙ্গে ছিল উন্মাদনা। মূলত বিক্ষুব্ধ জি-২৩ কংগ্রেস নেতাদের মধ্যে থারুর এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২০ সালের অগস্ট মাসে দলের সাংগঠনিক পদ্ধতি ও দলীয় নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন ২৩ জন প্রবীণ কংগ্রেস নেতা। ওই ২৩ জন নেতার মধ্যে কপিল সিব্বল, গুলাম নবি আজাদ, জিতিন প্রসাদরা ইতিমধ্যেই কংগ্রেস ছেড়েছেন। চিঠি লিখে দলে অন্দরে সাংগঠনিক সংস্কার দাবি করেছিলেন কংগ্রেস নেতারা।
Paid homage to the Great Soul at Rajghat before embarking on my campaign.
“In a gentle way, you can shake the world.” ~ Mahatma Gandhi pic.twitter.com/RPhrDD66pu
— Shashi Tharoor (@ShashiTharoor) September 30, 2022
কংগ্রেস ক্রমেই ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে পর্যদুস্ত হওয়ার পর একের পর এক রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে কংগ্রেস। এই মুহূর্তে মাত্র ২টি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। অশোক গেহলট সভাপতি নির্বাচনে লড়াই করতে পারেন, এই সম্ভাবনা প্রকাশ্যে আসতে রাজস্থানে সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা প্রবল হয়। আর তাতেই বেঁকে বসেছিলেন গেহলটপন্থী বিধায়করা। ৮২ জন কংগ্রেস বিধায়ক স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন দেখার।