Vande Bharat Express: ট্রেন চালকের স্থানে মোদী, দুই রাজ্যের রাজধানীতে যাতায়াত মাত্র ৬ ঘণ্টায়, দেখুন ছবি
TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Sep 30, 2022 | 2:47 PM
বন্দে ভারত এক্সপ্রেসের নকশাও দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এই ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে। ১৪০ সেকেন্ডের মধ্যে এই ট্রেন ১৬০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে সক্ষম।
1 / 6
সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। তাঁর আগেই রাজ্যবাসীর জন্য বড় উপহার দিলেন সেরাজ্যর ভূমিপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গান্ধীনগর- মুম্বই বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেনের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশন থেকে এই বিশেষ ট্রেনের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2 / 6
মহারাষ্ট্র ও গুজরাটের রাজধানী গান্ধীনগর ও গুজরাটের মধ্যে সংযোগ স্থাপন করবে এই ট্রেন। এটি তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। প্রথমবার নয়া দিল্লি-বারাণসী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল। নয়া দিল্লি- শ্রী মাতা বৈষ্ণদেবী মন্দিরে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু হয়।
3 / 6
এই ট্রেনে বিমান যাত্রার মতো পরিষেবা পাবেন যাত্রীরা। এই ট্রেনে কবচ টেকনোলজির পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে নির্মিত সংঘর্ষ এড়ানোর প্রযুক্তি রয়েছে।
4 / 6
গান্ধীনগর- মুম্বই বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেসে ১ অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে চলবে। রবিবার ছাড়া সপ্তাহে বাকি ৬ দিন চলবে এই ট্রেন। সকাল ৬টা ১০ মিনিটে মুম্বই থেকে ছাড়ার পর দুপুর সাড়ে ১২টায় গান্ধীনগরে পৌঁছবে এই ট্রেন। দুপুর ২টো ৫ মিনিটে গান্ধীনগর থেকে রওনা দেওয়ার পর রাত ৮টা ৩৫ মিনিটে মুম্বই সেন্ট্রাল স্টেশনে পৌঁছবে এই ট্রেন।
5 / 6
দু তরফে এই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি সুরাট, ভদোদরা এবং আহমেদাবাদ স্টেশনে থামবে। এই ট্রেনে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২ হাজার ৫০৫ টাকা এবং চেয়ার কার ১ হাজার ৩৮৫ টাকা।
6 / 6
বন্দে ভারত এক্সপ্রেসের নকশাও দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এই ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে। ১৪০ সেকেন্ডের মধ্যে এই ট্রেন ১৬০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে সক্ষম।