গত জানুয়ারি মাসে কর্নাটকের উদুপিতে একটি কলেজে পাঁচজন হিজাব পরিহিত ছাত্রীকে ক্লাস করতে বাধা দেওয়া হয়। পরপর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার নির্দেশিকাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। এরপর রাজ্যের অন্যান্য স্কুল-কলেজেও এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক আরও বাড়ে। বর্তমানে আদালত অবধি জল গড়িয়েছে। রাজ্যে শান্তি বজায় রাখতে মঙ্গলবারই তিনদিনের জন্য স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আজ কর্নাটক হাইকোর্টে এই মামলার শুনানি চলছে।