VIDEO: ‘স্যর ওরা মেরে ফেলবে’, বুক সমান জলে দাঁড়িয়ে আর্জি বাংলাদেশিদের, বিএসএফ বলল…

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 12, 2024 | 4:18 PM

Bangladesh: বিএসএফ অফিসার বলেন, "আমরা সবাই জানি আপনাদের সমস্যার কথা। আপনাদের দেশের অবস্থা গোটা বিশ্ব জানে। আলোচনার প্রয়োজন রয়েছে। এভাবে সমস্যার সমাধান হতে পারে না। আমরা চাইলেই এভাবে ঢুকতে দিতে পারি না।"

VIDEO: স্যর ওরা মেরে ফেলবে, বুক সমান জলে দাঁড়িয়ে আর্জি বাংলাদেশিদের, বিএসএফ বলল...
বাংলাদেশিদের ফিরে যেতে বলছেন বিএসএফ আধিকারিকরা।
Image Credit source: X

Follow Us

কোচবিহার: ওপার বাংলায় অশান্তি, প্রাণ বাঁচাতে এপার বাংলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন শয়ে শয়ে মানুষ। বাংলাদেশে অশান্তি এবং হাসিনা সরকারের পতনের পরই আশঙ্কা করা হয়েছিল, অনুপ্রবেশ বাড়বে বাংলাদেশ থেকে। অনুপ্রবেশ রুখতেই সীমান্তে বাড়ানো হয়েছে পাহারা। মোতায়েন করা হয়েছে বিএসএফের অতিরিক্ত বাহিনী। মোতায়েন রয়েছে সেনাও। তবু কাঁটাতারের বেড়া টপকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশের নাগরিকরা। তাদের আটকাতে কাতর আর্জি বিএসএফের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও শেয়ার করলেন সেই ভিডিয়ো।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিবসেনা নেতা মিলিন্দ দেওরা একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে এক বিএসএফ অফিসার শান্তভাবে বাংলাদেশিদের, যারা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছেন, তাদের বোঝাচ্ছেন যে এভাবে দেশে ঢুকতে দেওয়া যায় না।

জানা গিয়েছে, ভিডিয়োটি পশ্চিমবঙ্গের কোচবিহারের। সেখানে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিলেন শয়ে শয়ে বাংলাদেশি। বুক সমান জলে দাঁড়িয়ে রয়েছেন তারা। কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে রয়েছেন বিএসএফ জওয়ানরা। তারা বাংলাদেশিদের বোঝাচ্ছেন যে এভাবে সীমান্ত পেরিয়ে ঢুকতে পারেন না।

বাংলাতেই ওই বিএসএফ অফিসার বলেন, “আমরা সবাই জানি আপনাদের সমস্যার কথা। আপনাদের দেশের অবস্থা গোটা বিশ্ব জানে। আলোচনার প্রয়োজন রয়েছে। এভাবে সমস্যার সমাধান হতে পারে না। আমরা চাইলেই এভাবে ঢুকতে দিতে পারি না। আমাদের সিনিয়র আধিকারিকরা উপস্থিত রয়েছেন, তারা আপনাদের দেশের কর্তাদের সঙ্গে কথা বলছে। চিৎকার করে কোনও লাভ হবে না। আপনারা এখনই চাইলেই তো ঢুকতে দিতে পারব না।”

বিএসএফ কর্তা আরও বলেন, “আমি দেশের হয়ে অনুরোধ করছি, আপনারা ফিরে যান। আলোচনার মাধ্যমে এই বিষয়ের সমাধান হবে। এক, দুই ঘণ্টায় এই সমস্য়ার সমাধান হবে না।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ওই ভিডিয়ো শেয়ার করে লেখেন, “যেভাবে বিএসএফ অফিসার বাংলাদেশিদের বোঝাচ্ছেন যে ভারতে বেআইনিভাবে ঢুকতে দেওয়া যায় না, তা অত্যন্ত হৃদয় বিদারক, অনুপ্রেরণামূলক ও আশ্বাসজনকও বটে।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article