মুম্বই: জোট সরকার ভেঙেছে আগেই। যত সময় পার হচ্ছে, ততই জোটসঙ্গীদের অন্দরেও বাড়ছে বিরোধ। একাধিক নেতা দলবদল করতে পারেন, এমন জল্পনাও শোনা যাচ্ছে। তবে বিজেপির সঙ্গে হাত মেলানোর কোনও সম্ভাবনা নেই, রবিবার এ কথা সাফ জানিয়ে দেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি দাবি করেন, জোটসঙ্গী এনসিপি(NCP)-র সঙ্গে সম্পর্ক আগের মতোই ভাল রয়েছে। এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar) সম্প্রতিই উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray)-কে জানান যে ব্যক্তিগতভাবে কেউ বিজেপি(BJP)-তে যোগ দিলেও, এনসিপি (NCP) কখনও বিজেপির সঙ্গে হাত মেলাবে না।
বিগত বেশ কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে চর্চা চলছে যে এনসিপি নেতা অজিত পওয়ার হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে তিনি বিজেপিতে যোগ দেবেন, এই জল্পনাও শোনা যায়। যদিও যাবতীয় জল্পনাকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন অজিত পওয়ার। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টিকেও গুজব বলে উড়িয়ে দেন। রবিবার এই বিষয় নিয়েই শিবসেনা (ইউবিটি) দলের মুখপত্র ‘সামনা’য় নিজস্ব কলামে লেখেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
সামনায় সঞ্জয় রাউত লিখেছেন, “সম্প্রতিই উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন শরদ পওয়ার। সেই সমটয় তিনি জানান যে কেউ দল বদল করছে না। তাঁর পরিবারকে নিশানা বানানো হচ্ছে। যদি কেউ ব্যক্তিগতভাবে দল ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে সেটা তাঁর নিজস্ব বিষয়, কিন্তু এনসিপি কখনওই বিজেপির সঙ্গে হাত মেলাবে না। মহারাষ্ট্রের মানুষের মধ্যে বর্তমান সরকারকে নিয়ে ব্যাপক রাগ-ক্ষোভ জমে রয়েছে। এই সময় যদি কেউ বিজেপিতে যোগ দেন, তাহলে সেটা রাজনৈতিক আত্মহত্যা করা হবে। এটাই উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ার মনে করেন।”
রাউত আরও দাবি করেন যে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে শরদ পওয়ার বলেছেন, “যারা ইডি-সিবিআইয়ের ভয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বা দেবেন বলে ভাবছেন, তাদের ফাইলগুলি আলমারিতে তুলে রাখা হলেও, কখনও বন্ধ হবে না, এই বিষয়টি যেন তাঁরা মনে করেন।”